রাজশাহীতে অজ্ঞাত যবুকের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

পুরাতন ফোন বদলে কেনা যাবে ইউমিডিজির ফোন

পরের সংবাদ

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

প্রকাশিত: জুলাই ২৮, ২০১৮ , ১:৩৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৮, ২০১৮ , ১:৩৭ অপরাহ্ণ

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাসিম হোসেন (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উপজেলার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নাসিমের মৃত্যু হয়। আহত হয় দু’জন। তাদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ করেছে থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়