×

বিনোদন

চারশ বছরের ঐতিহ্যে ‘শিল্পের শহর ঢাকা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০১:১৭ পিএম

চারশ বছরের ঐতিহ্যে ‘শিল্পের শহর ঢাকা’
চারশ বছরের ঐতিহ্য বুকে ধারণ করা ঢাকার পরিচিতি মেগাসিটি হলেও নাগরিক নানা সংকটে এই শহরের অনেক কিছুই মানুষ ভুলতে বসেছে। যানজটের চাপে মানবিক আবেগগুলো অনেকখানি উপেক্ষিত। তাই নগরবাসীকে পুরনো ঐতিহ্যের কথা স্মরণ আর মানুষের মাঝে শিল্পের বোধ ছড়িয়ে দিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘শিল্পের শহর ঢাকা’। ভুলতে বসা পুরনো ঢাকার ঐতিহ্যের সঙ্গে নাগরিকদের নতুনভাবে পরিচয় করিয়ে দিতে রাজধানীজুড়েই এ আয়োজন থাকবে। শিল্পীদের পারফরমেন্সের জন্য প্রাথমিকভাবে পুরান ঢাকা, সংসদ ভবন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কমলাপুর রেলওয়ে স্টেশন এসব স্থানকে নির্ধারণ করা হয়েছে। আয়োজনটিতে ১৬ জন বাংলাদেশি শিল্পী পারফর্ম করবেন। কর্মসূচিতে শহরের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের পরিবেশনা ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি জানান, এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসর উপলক্ষে তরুণ পারফরমেন্স আর্ট শিল্পীদের নিয়ে এই উদ্যোগটি নেয়া হয়েছে। শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ আয়োজনের মাধ্যমে দেশে নিউ মিডিয়া চর্চার অন্যতম অংশ পারফরমেন্স আর্ট নতুন মাত্রা পেতে যাচ্ছে। আর্ট বিয়েনালের এবারের আসরে যুক্ত হতে যাচ্ছে এই শিল্প মাধ্যমটি। সেই উদ্যোগ থেকেই ‘শিল্পের শহর ঢাকা’র পরিকল্পনা নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আগস্ট মাসের কর্মসূচিসহ অন্যান্য আয়োজনের কথা তুলে ধরে আরো জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসরে ৬৭টি দেশের শিল্পীরা অংশ নেবে। আর্ট বিয়েনালের মূল আসরে বাংলাদেশের ১৫ জন শিল্পীর পাশাপাশি এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১২ জন শিল্পী পারফরমেন্স প্রদর্শন করবেন। চিত্রকলায় নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনচিত্র : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। বছরজুড়ে সেসব ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ সংগ্রহ করেছে শিল্পকলা একাডেমি। এবার সেসব সংগ্রহ নিয়ে শিল্পকলা একাডেমি ‘চিত্রকলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে গত ২১ থেকে ২৩ জুলাই শিল্পকলা একাডেমির ৫০ জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। অর্ধশতাধিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে তারা তথ্য-উপাত্ত, স্থির চিত্র ও ক্ষেত্রবিশেষ স্কেচ তৈরি করেছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২ অগাস্ট থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। এই আর্ট ক্যাম্পে অংশ নেয়া ৫০ জন শিল্পী ৫০টি ক্ষুদ্র নৃতাত্তি¡ক জাতিসত্তার সাংস্কৃতিক জীবন কেন্দ্র করে ১৫০টি চিত্রকর্ম আঁকবেন। চ‚ড়ান্ত পর্যায়ে সেসব চিত্রকর্ম নিয়ে একটি ক্যাটালগসহ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। শিল্পকলায় বর্ষামঙ্গল : আগামী ২৯ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বর্ষার গান নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে ‘বৃষ্টির পদাবলি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজনে শিল্পকলা একাডেমির সহযোগী হিসেবে রয়েছে সরকারি সঙ্গীত কলেজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ও সরকারি সঙ্গীত কলেজের শিল্পীরা অংশ নেবেন। জাতীয় শোক দিবসের আয়োজন : জাতীয় শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে শুরু হচ্ছে নানা আয়োজন। এই আয়োজনের মধ্যে রয়েছে পক্ষকালব্যাপী চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের কণ্ঠে বঙ্গবন্ধুর গান, বাউল শিল্পীদের কণ্ঠে ‘বঙ্গবন্ধুর গান’, নাটক ‘মুজিব মানে মুক্তি’, নৃত্যনাট্য ‘যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা বহমান’, কবিতা পাঠের আসর ‘কবিতায় বঙ্গবন্ধু’। অন্যান্য আয়োজন : আগামী ৩০ জুলাই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাকবি কায়কোবাদকে স্মরণ করবে শিল্পকলা একাডেমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App