×

জাতীয়

অবশেষে ইশতেহার ঘোষণা করলেন বুলবুল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ০৬:২১ পিএম

অবশেষে ইশতেহার ঘোষণা করলেন বুলবুল
অবশেষে ইশতেহার ঘোষণা করলেন বুলবুল
ভোটগ্রহণের মাত্র ছয়দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। মঙ্গলবার দুপুর ৩টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। রাজশাহী সিটি নির্বাচনে মোট পাঁচ প্রার্থী মেয়র পদে লড়ছেন। সবার শেষে ইশতেহার ঘোষণা করলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন গত ১০ জুলাই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনই ইশতেহার ঘোষণা করেন। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র আগেরবার নির্বাচিত হওয়ার পর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বেড়েছে। বুলবুল এই হোল্ডিং ট্যাক্স কমানোরও ঘোষণা দিয়েছিলেন। তবে এই ট্যাক্স কমেনি। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। এ অবস্থায় এবার নিজের নির্বাচনী ইশতেহারের এক নম্বর প্রতিশ্রুতি দিয়েছেন অতিরিক্ত করের বোঝা লাঘব করার। মেয়র হিসেবে বুলবুল দায়িত্ব গ্রহণের আগেই নগরীর বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়া শুরু হয়। তবে পরে এই কার্যক্রম থেমে যায়। মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি গ্যাস সংযোগ দেয়ার কার্যক্রম চালু করতে পারেননি। এবার নির্বাচনি ইশতেহারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে তিনি গ্যাস সংযোগের জন্য জনগণকে নিয়ে আন্দোলন করবেন। ইশতেহারে চাকরির ক্ষেত্রে চলমান কোটাবিরোধী আন্দোলনকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন ‍বুলবুল । এক্ষেত্রে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে। তিনি মেয়র নির্বাচিত হলে সৌন্দর্য বৃদ্ধির জন্য নগরীর ১৯টি পুকুর ঘিরে পানি সংরক্ষণের প্রকল্প গ্রহণ করা হবে। সেসব পুকুরে কাপড় কাঁচতে পারবেন না কেউ। মেয়র হিসাবে দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের কর্মচারীদের ঠিকমতো বেতনও দিতে পারেননি মোসাদ্দেক হোসেন বুলবুল। তবে এবারের নির্বাচনী ইশতেহারে বুলবুল বলেছেন, তিনি নির্বাচিত হলে কর্মচারীদের দুই ঈদ ও পহেলা বৈশাখে উৎসব ভাতা দেবেন। কর্মচারীর মৃত্যুতে দেয়া হবে এককালীন ৫০ হাজার টাকা অনুদান। বুলবুলের ১৮ দফার ইশতেহারে এর বাইরে যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলো প্রায় সবই নাগরিক সেবা নিশ্চিত করার বিষয় সংক্রান্ত। এগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা নিশ্চিত, বিনোদনের ব্যবস্থা, স্কুল-কলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও সৌন্দর্যবর্ধন, বৃক্ষরোপণ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, খেলাধুলার ব্যবস্থা, মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলা ও পাবলিক টয়লেট নির্মাণ। গত সিটি করপোরেশন নির্বাচনে ২০ দফা ইশতেহার দিয়েছিলেন বুলবুল। নির্বাচিত হলেও বুলবুল অধিকাংশই বাস্তবায়ন করতে পারেননি বলে অভিযোগ নগরবাসীর। এ অবস্থায় বুলবুলের এবারের নির্বাচনি ইশতেহারে বড় কোন প্রকল্প বাস্তবায়ন কিংবা উন্নয়নের প্রতিশ্রুতি নেই। তবে ইশতেহার ঘোষণার সময় বুলবুল বলেছেন, মেয়র নির্বাচিত হলে তিনি রাজশাহীর উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই কাজ করবেন। বুলবুলের ইশতেহার ঘোষণার সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মাহমুদুল ইসলাম টুকু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গয়েশ্বরের পূত্রবধূ নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App