×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১২:৪৮ পিএম

বাজারে আসছে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর
কোয়ালকম আরও একটি বাজেট-ফ্ল্যাগশিপ প্রসেসর বাজারে আনতে যাচ্ছে। স্ন্যাপড্রাগন ৭১০ এর তুমুল জনপ্রিয়তার পর এবারের মডেলের নাম দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০। নতুন প্রসেসরটিতেও থাকবে ৮টি কোর, অ্যাড্রিনো জিপিউ আর ২x১৬ গিগাবাইট র‌্যাম সমর্থন। প্রযুক্তিতেও আসছে নতুনত্ব। ১০ ন্যানোমিটারের স্থলে ব্যবহার করা হবে ৮ ন্যানোমিটার প্রযুক্তি। ফলে বাড়বে গতি ও ব্যাটারিলাইফ; কমবে তাপ উৎপাদন।স্পেক্ট্রা ৩৫০ ইমেজ প্রসেসিং কোর দেয়া হবে এতে, যার ফলে ৩২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর ব্যবহার করা যাবে।স্ন্যাপড্রাগন ৭১০ এর সময় নিউরাল প্রসেসর যুক্ত করা হয়নি, এবার তা দেয়া হবে। নিউরাল প্রসেসর খুব সহজেই ছবি আর ভয়েস রিকগনিশন করতে পারবে আর অন্যান্য এআই মূল প্রসেসর ব্যবহার না করেই কাজ করতে পারবে।স্ন্যাপড্রাগন ৭৩০য়ের পাশাপাশি বাজারে আনা হবে ৭২০ মডেলও। তবে সেটি সম্পর্কে নতুন তথ্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App