×

জাতীয়

ডিসিদের যে ২৩ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ০৮:২৬ পিএম

ডিসিদের যে ২৩ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দল বা আত্মীয় বিবেচনা না করে বিনাদ্বিধায় সন্ত্রাস, মাদক ও খাদ্যে ভেজালসহ অনৈতিক কাজ বন্ধ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসিদের উদ্দেশে তিনি বলেছেন, ‘প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আপনারা (ডিসি) মাঠে কাজ করেন, মাঠের অবস্থা ভালো বোঝেন। দেশের উন্নয়নে ও জনগণের ভাগ্য উন্নয়নে আরও কী করতে হবে, সেসব বিষয়ে সুপারিশ করবেন।’

সরকার প্রধান বলেন, ‘উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা যেন অব্যাহত থাকে। আমরা বীরের জাতি। যুদ্ধ করে রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। ফলে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে ‘নিম্ন’ শব্দটি বাদ দেব। এ শব্দটি আমাদের সঙ্গে থাকতে পারে না।’

মাদক নির্মূল, সন্ত্রাস দমন, খাদ্যে ভেজালরোধ, অনৈতিক কর্মকাণ্ড বন্ধ, সরকারি সেবা নিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ, সুশাসন প্রতিষ্ঠা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক বৈষম্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তির উন্নয়নসহ ২৩টি বিষয়ে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

নির্দেশনাগুলো হলো

১. সরকারি সেবা নিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হয়।

২. যুব সমাজকে মাদক থেকে রক্ষা করা। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা।

৩. জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ডিসিদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা।

৪. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে উদ্যোগী হওয়া।

৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশে কাজ করা।

৬. তৃণমূলে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা।

৭. শিক্ষার সর্বস্তরে নারী শিক্ষার হার বাড়ানো, ঝরেপড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনা।

৮. ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো এবং সরকারি ভূমি রক্ষায় সজাগ দৃষ্টি রাখা।

৯. কৃষি উৎপাদন বৃদ্ধিতে সার, বীজ, বিদ্যুৎ, জ্বালানি ইত্যাদির সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

১০. ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা।

১১. দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করা।

১২. পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং এই সংক্রান্ত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

১৩. প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় প্রশমনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২’ এবং এ সংক্রান্ত স্থায়ী নির্দেশনাবলী অনুসারে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা।

১৪. সাধারণ মানুষকে সহজে সুবিচার প্রদান ও আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতগুলো কার্যকর করা।

১৫. জেলাপর্যায়ে ডিসিরা যেসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সেসব কমিটিকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করা।

১৬. দপ্তরসমূহের বিদ্যমান সেবাসমূহ তৃণমূলে পৌঁছানোর লক্ষ্যে তথ্য মেলা, সেবা সপ্তাহ পালনসহ ইত্যাদি কার্যক্রম জোরদার করা।

১৭. শিল্পাঞ্চলে শান্তি রক্ষা, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি নির্বিঘ্ন করা এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশিশক্তি ও সন্ত্রাস নির্মূল করার ব্যবস্থা গ্রহণ করা।

১৮. বাজার ব্যবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণের প্রতি গুরুত্বারোপ করা। বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা।

১৯. নারী ও শিশু নির্যাতন এবং পাচার, যৌতুক, ইভটিজিং এবং বাল্যবিয়ে বন্ধ করতে নজরদারি বাড়ানো।

২০. নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।

২১. নিজ নিজ জেলায় ক্রীড়া, বিনোদন ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো। শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতিবোধ ও বিজ্ঞানমনস্কতা জাগিয়ে তোলা।

২২. প্রতিবন্ধী, অটিস্টিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা।

২৩. পার্বত্য জেলাগুলোর ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, বনাঞ্চল, নদী-জলাশয়, প্রাণিসম্পদ এবং গিরিশৃঙ্গগুলোর সৌন্দর্য সংরক্ষণ করতে ডিসিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

সম্মেলনে বিভিন্ন জেলা-উপজেলায় ডিসিদের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App