×

জাতীয়

উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রচারণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১২:৫৪ পিএম

উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রচারণা
উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চালাচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা। গতকাল সোমবার দিনভর চষে বেড়িয়েছেন নগরীর পাড়া মহল্লা। আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্ধিত এলাকার কাশিপুরের কলাডেমায় গণসংযোগ করেন। এ ছাড়াও বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে নগরীর নাজির মহল্লা এলাকায় পথসভা করেন। বিএনপির মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার সকাল ১১টায় বরিশালের ওয়াবদা কলোনি, চরের বাড়ি, ত্রিশ গোডাউন, খ্রিস্টানপাড়া, জিয়ানগর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাঠ জমে উঠেছে, কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন বিষয় জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এরমধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহানগর বিএনপির সহসভাপতি মো. হাসান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ দলীয় নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব সকালে নগরের ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, চাঁদাবাজি-টেন্ডারবাজি-ছিনতাই-দুর্নীতির মতো ইসলামবিরোধী কার্যকলাপ কখনো সমর্থন করিনি, করব না। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। নগরীর হাটখোলা এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ যতক্ষণ আমার সঙ্গে আছেন, ততক্ষণ আমি নির্বাচনী মাঠে লড়াই করে যাব। র‌্যাব-পুলিশের পাশাপাশি থাকছে ১৫ প্লাটুন বিজিবি : সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাব সদস্যরা এরইমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। এ ছাড়া কয়েকদিনের মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিজিবির সদস্যরা। সবমিলিয়ে নির্বাচনকে ঘিরে ভোটের দিন তিন হাজারের মতো বিভিন্ন পর্যায়ের সরকারি কর্তকর্তা নিয়েজিত থাকবেন। সহকারী রিটার্রিং অফিসার মো. হেলাল উদ্দিন খান জানান, নির্বাচনের দিনসহ আগের ও পরের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, ভোটের আগের দিন থেকে পরের দুইদিন পর্যন্ত ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় কাজ করবেন। এ ছাড়া র‌্যাব-৮ এর ৩০টি টিম, ১৫ প্লাটুন বিজিবি সদস্যদের ৩০টি টিম, পুলিশের ৩০টি টহল টিম, ১০টি স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করবে। হেলাল উদ্দিন খান আরো জানান, সাধারণ ভোট কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ সদস্যসহ ২২ জন নিরাপত্তা কর্মী। কেন্দ্রগুলো দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নির্বাচন কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে দুজন পুলিশ সদস্য বেশি নিয়োগ দেয়া হবে। তবে গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা পুলিশের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত দেয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক বলেন, গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করার কাজ গোয়েন্দা সংস্থা করছে। ২/১ দিনের মধ্যে কাজ শেষ করে তালিকাসহ রিপোর্ট পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App