×

খেলা

বাবার পদাঙ্ক অনুসরণ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৮, ০৪:০০ পিএম

বাবার পদাঙ্ক অনুসরণ!
বতর্মানে বিশ্ব ফুটবল শাসন করছেন মেসি, রোনালদো এবং নেইমাররা। আপন যোগ্যতায় কোটি ভক্তের মন কেড়ে নিয়েছেন ফুটবলের এ জীবন্ত কিংবদন্তিরা। তবে তাদের সন্তানরা কম কিসে। ইতোমধ্যেই বাবার পথ অনুসরণ করা শুরু করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র, থিয়াগো, আলভেস ভিয়েইরা এবং সিলভা সান্তোস লুক্কারা। বাবার সঙ্গে প্রায়ই ফুটবল স্টেডিয়ামে লক্ষ্য করা যায় তাদের। সামর্থ্য অনুযায়ী বল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন রোনালদো-নেইমারদের সন্তানরা। ভবিষ্যতের ফুটবলের কথা চিন্তা করলে রোনালদো এবং মার্সেলোর ছেলেকে অবশ্যই এগিয়ে রাখতে হবে। কেননা ইতোমধ্যেই তাদের মাঝে বাবার প্রতিভা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন রোনালদো-মেসিরা। তাদের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছেন নেইমার এবং মার্সেলোরাও। কিন্তু আর কত? বয়স যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফুটবল থেকে এখনো অবসর না নিলেও দু-এক বছর পর যে আর মাঠে দাঁপিয়ে বেড়ানো সম্ভব হবে না সে কথা হয়তো তারা নিজেরাও জানেন। ক্যারিয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কি তারা ফুটবল থেকে হারিয়ে যাবেন! অবশ্যই না! এসব ফুটবল কিংবদন্তির জায়গায় অবতরণ করবে তাদের সন্তানরা। তবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিগত বছরগুলোতে যারা নিজেদের পায়ের ছন্দে দর্শক গ্যালারি মাতিয়ে রেখেছিলেন তাদের সন্তানরা ফুটবলে খুব একটা ভালো করতে পারেননি। তবে এবার কেন যেন ভিন্ন কিছু একটা হবে বলে মনে করছেন অনেকে। অল্প বয়সেই রোনালদো-মার্সেলোদের সন্তানের মধ্যে দারুণ প্রতিভা লক্ষ্য করা যাচ্ছে। সবার উপরে থাকবেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। মাত্র আট বছর বয়সেই ফুটবলের সঙ্গে নিজেকে এক করে নিয়েছে এই বালক। ফুটবল মাঠে বাবার নেয়া সব কৌশল এখন থেকেই অনুসরণ করছেন। আর সফলতাও পাচ্ছে প্রত্যাশা অনুযায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যেই ক্রিশ্চিয়ানো জুনিয়রের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেসব ভিডিওতে দেখা যায় তার দাঁড়ানো এবং শট নেয়ার ধরনও সিআর সেভেনের মতো। শুধু কি তাই। রোনালদোর মতো বাইসাইকেল কিক নিতেও পটু ক্রিশ্চিয়ানো জুনিয়র। জুভেন্টাস তারকার ছেলে যে ইতোমধ্যেই নিজেকে সেরা প্রমাণিত করেছেন তা হয়তো অনেকেরই অজানা। স্কুল পর্যায়ে অনুষ্ঠিত এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলকারী হওয়ার যোগ্যতাও অর্জন করে। এতেই বোঝা যায় বাবার পদাঙ্ক অনুসরণ করেই ফুটবলে এগোচ্ছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০১০ সালের জুন মাসে ক্রিশ্চিয়ানো জন্মগ্রহণ করে। তবে তার মায়ের পরিচয় পাওয়া যায়নি। ব্রাজিল ফুটবল দলের অন্যতম সেরা ডিফেন্ডার মার্সেলোর বড় ছেলে এনজো অ্যালভেস ভিয়েইরাও ফুটবলে দারুণ দক্ষতা অর্জন করেছেন। ফুটবল স্টেডিয়ামে বাবার মতো বড় বড় চুল দেখে হয়তো ভিয়েইরাকে চিনতে কেউই ভুল করেন না। সে সব সময় মার্সেলোর সঙ্গেই থাকে। আর রপ্ত করছে রিয়াল তারকার সব গুণ। মাত্র আট বছর বয়সী ভিয়েইরার ড্রিবলিং দেখে তো অনেকে মুগ্ধ হয়েছেন। ফুটবল বিশ্লেষকরা বলছেন ব্রাজিলিয়ান তারকার মতোই বিশ^বাসীর কাছে নিজেকে চেনাবে ভিয়েইরা। আর মজার ব্যাপার হলো রোনালদো এবং মার্সেলোর মতো তাদের সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং আলভেস ভিয়েইরাও অনেক ভালো বন্ধু। অন্যদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের ছেলে ডেভিড লুক্কাও পিছিয়ে থাকবে কেন? ২০১১ সালের ২৪ আগস্ট ডেভিড লুক্কা জন্মগ্রহণ করে। এই অল্প বয়সেই ফুটবলে ব্যাপক আগ্রহ তার। পিএসজি তারকার কাছে শিখছেন কীভাবে শট নিতে কিংবা ড্রিবলিং করতে হয়। ফুটবলে বাবার চেয়ে খুব একটা পিছিয়ে থাকবে না বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো ক্রিশ্চিয়ানো-ভিয়েইরাদের চেয়ে ছোট। মেসি-রোকুজ্জোর ঘর আলো করে ২০১২ সালে জন্মগ্রহণ করে সে। এখন মাত্র পাঁচ বছর বয়স। ফুটবলে এখনো ঝোক আসেনি। তবে বাবার মতোই বিশ্ব মাতাবেন বলে অনেকেই ভাবছেন! মেসি, রোনালদো কিংবা নেইমাররা যেভাবে ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছেন, ঠিক সেভাবে কি তাদের সন্তানরা নিজেদের মেলে ধরতে পারবে? এ প্রশ্নের উত্তর এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এর জন্য অপেক্ষা করতে হবে কয়েক বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App