×

জাতীয়

নির্বাচন বানচালে বিএনপি অপপ্রচার চালাচ্ছে : লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ০২:৩৩ পিএম

নির্বাচন বানচালে বিএনপি অপপ্রচার চালাচ্ছে : লিটন
রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিন থেকেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার, বিষোদ্গার, নির্বাচন কমিশনে লিখিত অথবা মৌখিক অভিযোগ করে আসছে বিএনপি। মিডিয়া বা গোলটেবিল বৈঠক সবখানে অপপ্রচার চালাচ্ছে তারা। বিএনপির প্রার্থী সবদিক দিয়ে ব্যর্থ। ভোটারদের সামনে যাওয়ার মুখ নাই। সে জন্য নির্বাচনকে বানচাল অথবা প্রশ্নবিদ্ধ করতে চান তিনি। অথবা নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। এসব চিন্তা মাথায় রেখেই তিনি এ অপপ্রচার চালাচ্ছেন। গতকাল শনিবার সকালে নগরীর ২০নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব বলেন। লিটন বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রেখেছি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ থাকবে, রাখা হবে। তবে কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে। দল সূত্র জানায়, গতকাল বেলা পৌনে ১১টায় নগরীর বেলদারপাড়া মোড় থেকে গণসংযোগ শুরু করেন নৌকার এই মেয়রপ্রার্থী। পরে সুলতানাবাদ, কাশেমীরা মাদ্রাসা, নতুনপাড়া, মুনসি ডাংগা, বোয়ালিয়া পাড়া এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। এরপর নগরীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকানে গিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট চান। পরে ২১নং ওয়ার্ডের শিরোইল কাঁচাবাজার এলাকা, শিরোইল বাসস্ট্যান্ড, মহলদারপাড়া, বিহারীপাড়া ও খুলিপাড়া এলাকায় গণসংযোগ করেন লিটন। বুলবুলের অভিযোগ পরাজয় জেনে বিএনপি কর্মীদের গণগ্রেপ্তার : আসন্ন সিটি নির্বাচনে সরকারদলীয় মেয়রপ্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সকালে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বহরমপুরে গণসংযোগকালে ধানের শীষের মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এমন মন্তব্য করেন। ধানের শীষের মেয়রপ্রার্থী বলেন, শুক্রবার রাতে যুবদল ও ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার নেতাকর্মীদের গ্রেপ্তার করতে সরকারি দলের প্রার্থীর পক্ষ থেকে পুলিশের ওপর চাপ দেয়া হচ্ছে। গ্রেপ্তার অভিযান বন্ধ না হলে পুলিশ কমিশনারের বিরুদ্ধে হরতাল করতে বাধ্য হবে বিএনপি। পরে ওই ওয়ার্ডের দাসপুকার, ডিঙ্গাডোবা ও কড়াইতলা এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ। লিটনকে সমর্থন দিলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর : আসন্ন রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন বিএনপি নেতা ও বর্তমান কাউন্সিলর মনির হোসেন। গত শুক্রবার সন্ধ্যার পর নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি লিটনকে সমর্থন দেন। একই সঙ্গে নৌকার পক্ষে প্রচার চালাতে লিটনের কাছ থেকে প্রচারপত্র নেন তিনি। মনির হোসেন মহানগর বিএনপির সাংগঠনিক ১৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। নিজের পক্ষে প্রচারণার পাশাপাশি নৌকার পক্ষেও প্রচার চালাবেন বলে তিনি ঘোষণা দেন। মনির হোসেন বলেন, আমি দল করি বিএনপি, কিন্তু রাজশাহীর উন্নয়নের স্বার্থে লিটন ভাইকে ভোট দেব, আমার পরিবারের সবাইও লিটন ভাইকে ভোট দেবে। ১৮নং ওয়ার্ডের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন। তাই জনগণের উন্নয়নের কথা ভেবে লিটন ভাইকে ভোট দেয়া প্রয়োজন বলে আমি মনে করি। নগর আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকেলে ১৮নং ওয়ার্ডে গণসংযোগে যান আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সন্ধ্যায় তিনি ১৮নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত হয়ে বিএনপিপন্থি এই কাউন্সিলর প্রার্থী নৌকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App