×

জাতীয়

সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনে আপত্তি নেই : সাদিক আবদুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ১১:৫৩ এএম

সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনে আপত্তি নেই : সাদিক আবদুল্লাহ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ও এখানকার জনগণ যদি মনে করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন তাতে আমার কোনো আপত্তি নেই। কেননা, আমিও সুষ্ঠু নির্বাচন চাই। ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আগামী ৩০ জুলাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
ভোরের কাগজ : নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? সাদিক আবদুল্লাহ : এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠু আছে। কোথাও কোনো ঝই-ঝামেলা নেই। জনগণের মধ্যে ভোটের উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনী আমেজে রয়েছে পুরো নগরবাসী। ভোরের কাগজ : নির্বাচনে বিএনপির বাইরেও আরো কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, এতে আপনার ভোটে কোনো প্রভাব পরবে কি না? সাদিক আবদুল্লাহ : মোটেই না। এখানে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ছাড়াও আরো দুটি দল রয়েছে। ইতোপূর্বেও তারা এখানে নির্বাচন করেছে। যারা আ’লীগকে ভোট দেয় তারা এবং নতুন প্রজন্মের ভোটাররা আওয়ামী লীগ ছাড়া অন্য কোথাও ভোট দেবে না। সুতরাং প্রতিদ্ব›দ্বী যত প্রার্থীই থাকুক না কেন, তাতে আমার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোরের কাগজ : ভোটারদের প্রতি আপনার আহবান কি? সাদিক আবদুল্লাহ : আপনারা (ভোটাররা) ৩০ জুলাই কেন্দ্রে যাবেন। কারো কোনো ধরনের কোনো কথায় কান দেবেন না। আমার বিশ্বাস, বরিশালে নৌকার জোয়ার দেখে ইতোমধ্যে প্রতিপক্ষ প্রার্থীদের মনে পরাজয়ের ভীতি তৈরি হয়েছে। এই কারণে তারা জনগণকে বিভ্রান্ত করছেন। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসেন, সেই প্রপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছেন। ভোরের কাগজ : তরুণ ভোটারদের আপনার প্রতি আকৃষ্ট করতে কি কি পদক্ষেপ নিয়েছেন? সাদিক আবদুল্লাহ : শুরু থেকেই তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, তাদের সুবিধা-অসুবিধার প্রতি খেয়াল রাখা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্নেহ ও ভালোবাসায় কাছে টেনে নেয়ার চেষ্টা করেছি। ভোরের কাগজ : নির্বাচনে সরকারের অংশ জাতীয় পার্টিরও প্রার্থী রয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? এতে আপনার ভোটে কোনো বিরূপ প্রভাব পড়বে কি না? সাদিক আবদুল্লাহ : জাতীয় পার্টি এখানে কোনো ফ্যাক্টর হবে না। তারা আমার ভোটে কোনো ভাগ বসাতে পারবে না। কারণ এখানকার জাতীয় পার্টি কখনও নৌকায় ভোট দেয় না, নিজেদের প্রার্থী না থাকলে তারা বরাবর ধানের শীষেই ভোট দিত। ভোরের কাগজ : মেয়র নির্বাচিত হলে নগরীর সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? সাদিক আবদুল্লাহ : নগরীর গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করব। সমস্যার গুরুত্ব বুঝে এক এক করে তার সমাধান করব। আমি বিশ্বাস করি আন্তরিকতা ও যোগ্যতা থাকলে সমস্যা সমাধান করা অসম্ভব কিছুই না। নিজেকে জনগণের সেবক হিসেবে তুলে ধরে কাজ করার চেষ্টা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App