×

জাতীয়

সাজেদা চৌধুরীর নিরঙ্কুশ বিজয় চান তৃণমূল নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০১:২৬ পিএম

সাজেদা চৌধুরীর নিরঙ্কুশ বিজয় চান তৃণমূল নেতাকর্মীরা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নিরঙ্কুশ বিজয় চান তৃণমূল নেতাকর্মীরা। এ লক্ষ্যে সব ধরনের কোন্দল, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন তারা। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ সৈয়দা সাজেদা চৌধুরী নবম সংসদের উপনেতা নির্বাচিত হওয়ার পর থেকে গত ৯ বছর সরকারি প্রটোকলসহ গুলশানে বড় ছেলের বাসায় থাকতেন। তার বড় ছেলের আচরণগত কারণে তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা গুলশানে এসে সৈয়দা সাজেদা চৌধুরীর সাক্ষাৎ পেত না। স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতারাও সাজেদা চৌধুরীর খোঁজখবর জানতেন না। একপর্যায়ে দলীয় কোন্দল চরম আকার ধারণ করে। সৈয়দা সাজেদা চৌধুরীও তার নির্বাচনী এলাকার খবর জানতেন না। এভাবে তার সঙ্গে তৃণমূল নেতাদের দূরত্ব তৈরি হয়। আর এ সুযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। চলতি বছরের শুরুতে নির্বাচনী এলাকার পরিস্থিতি জানার পর তিনি বড় ছেলের বাসা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে চলতি বছরের মার্চে তিনি ছোট ছেলে আয়মন শাহদাব আকবর লাবু চৌধুরীর ধানমন্ডির বাসায় চলে আসেন। নগরকান্দা ও সালথা আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফের তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। নেত্রীও তৃণমূল নেতাকর্মীদের কথা শুনেন। তিনি অতীতের দূরত্ব এবং ভুল বুঝাবুঝি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন। নেত্রীর নির্দেশে আবারো ঐক্যবদ্ধ হচ্ছে নগরকান্দা ও সালথা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা আগামী নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীর নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে চান। এ জন্য সাংগঠনিকভাবে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার ব্যাপারে দিন-রাত কাজ করছেন সংসদ উপনেতার কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু। তিনি নিয়মিত এলাকায় গিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে উঠোন বৈঠক, আলোচনা সভা, গণসমাবেশ এমনকি ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে নেতাদের সঙ্গে গণসংযোগ করছেন। এ ব্যাপারে তিনি ভোরের কাগজকে বলেন, আমার মায়ের এ পৌড় বয়সে এ আসন ধরে রাখতেই সবাই মিলে কাজ করছি। আমরা আশা করছি, সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতব। সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়ে কাজ করব। তবে এ আসনে বিএনপির প্রার্থীকে হারাতে আওয়ামী লীগের একজন শক্ত নৌকার মাঝি দরকার। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কাজী শাহজামান বাবুল বলেন, এখন আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে। আশা করছি, এ বন্ধন অটুট থাকবে এবং নেত্রী নিরঙ্কুশ বিজয় লাভ করবেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া বলেন, এ আসনে বিএনপিকে হারাতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App