×

বিনোদন

সফলতার নতুন গল্পে তৌকীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০১:১৯ পিএম

সফলতার নতুন গল্পে তৌকীর
কিছুদিন আগেই অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ চারটি বিভাগে পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহ সঙ্গীতের পুরস্কার জিতেছে ছবিটি। গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকেন্দ্রিক জেলে জীবনের বিপন্নতা নিয়ে। অন্যদিকে চলতি মাসেই প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন ‘জাতীয় চলচ্চিত্র-২০১৬’ পুরস্কার। এ বছর তিনটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। এর আগে ২০০৪ সালে তার নির্মিত চলচ্চিত্র ‘জয়যাত্রা’ ৬টি এবং ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ ৭টি শাখায় পুরস্কৃত হয়েছিল। তৌকীর আহমেদ হয়ে উঠেছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম কাণ্ডারি। তার হাত ধরেই বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে। সব মিলিয়ে একজন সফল নির্মাতার নাম তৌকীর আহমেদ। এত সব সফলতা যখন এই নির্মাতার ঝুলিতে তখন তৌকীর আহমেদের একটা আক্ষেপও রয়ে গেছে। তৌকীর বলেন, আমি খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছি। আমার এই সফলতার গল্পটা বাবা দেখে যেতে পারল না। আমি খুবই বাস্তববাদী মানুষ। আমি জানি, মৃত্যুই আমাদের জীবনকে সম্পূর্ণ করে। আমরা সবাই চলে যাব। তারপরও মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভ‚তি বলতে গিয়ে তৌকীর আহমেদ বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার কাছে একটি বিশেষ সম্মাননা, বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ পুরস্কার। যারা আমাকে ও আমাদের দলকে অভিনন্দন জানিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ। ভালো চলচ্চিত্র তার গুণে সময়কে অতিক্রম করে। মানুষের ভালোবাসাই একটি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার। ‘অজ্ঞাতনামা’ আপনাদের সেই পুরস্কার পেয়েছে আগেই। তৌকীর আহমেদ এখন ব্যস্ত আছেন নতুন সিনেমা নিয়ে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। এই ছবিটি নিয়ে তৌকীর বলেন, ভাষা আন্দোলন নিয়ে আগেই কাজ হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবিতে কিছুটা দেখানো হয়েছে। কিন্তু শুধুমাত্র ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন রকম সিনেমা হতে পারে। আমার সব সময় আগ্রহ ছিল, ভাষা আন্দোলন নিয়ে সিনেমা নির্মাণ করব। মূলত মফস্বল শহরের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। টিটো রহমানের ছোটগল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় তৈরি হবে ছবিটি। সিনেমার পাশাপাশি সময় পেলেই নাটকেও অভিনয় করছেন তৌকীর। এবারের ঈদের নাটকেও তাকে দেখা যাবে। তৌকীর বলেন, সিনেমা নিয়েই এখন ব্যস্ত, সময় পেলে নাটকে অভিনয় করছি। নাটক নির্মাণ করছি। তৌকীর আহমেদের অভিনয়ের শুরুটা মঞ্চনাটকে। পরবর্তী সময়ে টিভি নাটকে অভিনয় করে তারকাখ্যাতি পান। তৌকীর আহমেদের সর্বশেষ ছবি ‘হালদা’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এর আগে তিনি তৈরি করেন ‘অজ্ঞাতনামা’। তার অন্য ছবিগুলো হলো ‘জয়যাত্রা’ (২০০৪), ‘রূপকথার গল্প’ (২০০৬) ও ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭)। এই নির্মাতার প্রতিটি ছবিই দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App