×

তথ্যপ্রযুক্তি

পৃথিবীর সবচেয়ে ছোট ল্যাপটপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৪:৪৩ পিএম

পৃথিবীর সবচেয়ে ছোট ল্যাপটপ
পকেটে বহনযোগ্যে এমন একটি ছোটো ল্যাপটপ বাজারে ছেড়েছে চীনের একটি প্রতিষ্ঠান। যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট ল্যাপটপ। যার মডেল ‘জিপিডি’। এটিই এতোই ছোটো যে অনায়াসে পকেটে ঢুকিয়ে রাখা যায়। শুধু তাই নয় এটিতে রয়েছে পূর্ণাঙ্গ ফিচার। যা দিয়ে সব কাজ অনায়াসে করা সম্ভব। অ্যালুমিনিয়ামের তৈরি  পকেট সাইজের ল্যাপটটিতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং উবন্টু ব্যবহার করা যাবে।  যেটিতে ইন্টেল-এর অ্যাটম প্রসেসরসহ ট্রেডিশনাল ফিজিকাল কি-বোর্ড রয়েছে। যা দিয়ে অনায়াসে টাইপ করতে পারবেন। রয়েছে অ্যাটম প্রসেসর। যার ক্লক স্পীড ১.৬গিগাহার্জ। এটি সর্বোচ্চ ২.৫৬ গিগাহার্জ পর্যন্ত কাজ করতে পারে। এর র‌্যাম ও রমের দিকেও নজর রেখেছে কোম্পানিটি। এতে রয়েছে ৮ জিবি ডিডিআর থ্রি র‍্যাম ও ১২৮ জিবি রম। এর ডিসপ্লেট ৭ইঞ্চির। যা ফুল এইচডি সাপোর্ট করে। ইন্টেল-এর এইচডি গ্রাফিক্স থাকায় এতে গেম খেলা যায় এবং ফটো এডিটিং করা যায় খুব সহজে। ইন্টারনেট ও ফাইল ট্রান্সফারের জন্য রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা । ইনপুট ও আউটপুট এর জন্য রয়েছে ইউএসবি ৩.০, হেডসেট ,মাইক্রো এইচডিএমআই পোর্ট। যা দিয়ে বড় ল্যাপটপের স্ক্রিন বড় পর্দায়ও দেখতে পারবেন। এক চার্জে ল্যাপটপটি চলে ১২ ঘণ্টার মত চলে। জিপিডি পকেটমিনি ল্যাপটপটি পেতে চাইলে বিদেশ থেকে আনাতে হবে। এটা দেশে পাওয়া যায় না। অনলাইন থেকে কিনতে পারবেন। অথবা বিদেশ থেকে আনতে পারবেন। দেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App