×

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে শাওমির এস সিরিজের নতুন স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৪:৪৬ পিএম

দেশের বাজারে শাওমির এস সিরিজের নতুন স্মার্টফোন
দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শাওমি বাংলাদেশ। যাত্রার শুরুর দিনেই নতুন এস সিরিজের স্মার্টফোন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। রেডমি এস সিরিজের এই স্মার্টফোনটিতে রয়েছে ব্যতিক্রমী সব সেলফি সুবিধা। শুধু তাই নয় এই ফোনটি ক্যামেরাকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) একটি অভিজাত হোটেলে রেডমি এস টু অবমুক্ত করেন শাওমির ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মানু জেইন। রেডমি এস টু ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটির মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। রেডমি এস টু হাতে শাওমির ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মানু জেইন। ছবি: ম্যাঙ্গোটিভি ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কানেকটিভিটির জন্য আছে ফোরজি এলটিই, ব্লুটুথ ৪.২, জিপিএস এবং ট্রিপল সিম স্লট। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেম চালিত। দেশের বাজারে তিন জিবি র‌্যামের এই এস টু’র দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যামের ফোনটি দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। মানু জেইন বলেন, সেই ২০১০ সালে একদল ইঞ্জিনিয়ার ও ডিজাইনারের সমন্বয়ে শাওমি প্রতিষ্ঠিত হয়েছিল। এর নেতৃত্বে ছিলো লে জন। এখন সারা বিশ্বেই প্রায় ৭০টির বেশি দেশে শাওমি পণ্য পাওয়া যায়। ভবিষ্যতে আরো ভালো মানের পণ্য তৈরিতে নিরলসভাবে শাওমি কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশের মার্কেট নিয়ে মি: জেইন বলেন, আমরা বাংলাদেশের মার্কেটকে অনেক গুরুত্ব দিচ্ছি। সে জন্য আনুষ্ঠানিকভাবে আসা। তবে আমাদের শাওমির মার্কেট শেয়ার আরো বৃদ্ধি পেলে ভবিষ্যতে বাংলাদেশের প্রডাক্ট তৈরি করা হবে বলেও জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App