×

পুরনো খবর

জ্যামের জন্য ঢাকায় ঋতুপর্ণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০১:০৫ পিএম

জ্যামের জন্য ঢাকায় ঋতুপর্ণা
প্রয়াত নায়ক মান্না ও তার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। যে কারণে যতবারই ঋতুপর্ণা ঢাকায় এসেছেন ততবারই তিনি মান্নার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দেখা করেছেন। মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে আবারো চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে আগামী অক্টোবর থেকে। আগামী ২৩ জুলাই দুপুরে ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরতের আয়োজন করা হয়েছে। মহরতে যোগ দিতেই ২২ জুলাই সকালে ঢাকায় আসছেন ঋতুপর্ণা। বিষয়টি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। তার সঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই এই সম্পর্কের সৃষ্টি। মান্না ভাই চলে গেছেন। কিন্তু শেলী ভাবির সঙ্গে আমার যোগাযোগ ঠিকই রয়ে গেছে। তিনি অনেক ভালো মনের মানুষ। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘জ্যাম’র কাজ করার ব্যাপারে ভাবির সঙ্গে কথা হয়েছে। এই চলচ্চিত্রে কাজ করার সমূহ সম্ভাবনা রয়েছে। আগে এসে মহরতে অংশ নেই। তারপর বাকিটা দেখা যাবে। ‘জ্যাম’ চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরী। কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার। নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, আশা করছি আগামী অক্টোবরে ‘জ্যাম’র কাজ শুরু করতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে তিনি এই চলচ্চিত্রের মূল নায়িকা নন। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটি ‘জ্যাম’র গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। আশা করছি আমাদের সঙ্গে ঋতুপর্ণার কাজ অনেক ভালোভাবেই হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ঢাকায় থেকে ২৪ জুলাই কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। সর্বশেষ গত পহেলা বৈশাখে বাংলাদেশে ঋতুপর্ণা অভিনীত সিনেমা মুক্তি পায়। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আলমগীর, আরিফিন শুভ, সাদেক বাচ্চু, সাবেরী আলমসহ আরো অনেকে। সিনেমাটি মুক্তির সময় ঢাকায় এসেছিলেন তিনি টানা কয়েকদিনের প্রচারণায়। মান্না ও ঋতুপর্ণা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জুম্মন কসাই’, ‘রণাঙ্গন’, ‘কিলার’ ইত্যাদি। মান্নার সঙ্গে প্রতিটি চলচ্চিত্রই ছিল ব্যবসা সফল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App