×

খেলা

বিশ্ব জয়ের তিন নায়ক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০৩:৪৫ পিএম

বিশ্ব জয়ের তিন নায়ক
শত ত্যাগ-তিতিক্ষা, অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের পর অর্জন করতে হয় একটি শিরোপা। সেই শিরোপা জিততে বিশ্বের ৩২টি দেশ নিজেদের সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে ফুটবল যুদ্বে অংশ নেয়। সময় ও বিভিন্ন প্রকার পরীক্ষা অতিক্রম করে শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপের ২১তম আসরের ট্রফি জিততে সক্ষম হয়েছে ফ্রান্স ফুটবল দল। তবে ফরাসি কোনো তারকার একার পক্ষে শিরোপা জেতানো সম্ভব ছিল না। রাশিয়া বিশ্বকাপ জেতার পেছনে তিন ফরাসি ফরোয়ার্ড গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। এরা হলেন অ্যান্তোনি গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে এবং পল পগবা।
অ্যান্তোনি গ্রিজম্যান ফরাসি ফরোয়ার্ড অ্যান্তোনি গ্রিজম্যান সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে দারুণ ফুটবল খেলেছেন। গ্রæপ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন। ফিফা বিশ্বকাপের একুশতম আসরটি ছিল তার দ্বিতীয় বিশ্বকাপ। আর খেলতে এসেই বাজিমাত করলেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। আগেরবার ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেকে মেলো ধরতে পারেননি তিনি। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু রোনালদোর পর্তুগালকে হারাতে না পারলে শিরোপা জয়ের আক্ষেপটা থেকেই গিয়েছিল। শেষ পর্যন্ত সফলও হলেন। রাশিয়া বিশ্বকাপে মোট চারটি গোল করেছেন অ্যান্তোনি গ্রিজম্যান। গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন প্রথম গোল। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে একটি এবং ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি করেন গ্রিজম্যান। এক নজরে পুরো নাম : অ্যান্তোনি গ্রিজম্যান জন্ম তারিখ : ২৫ মার্চ, ১৯৯১ সাল জন্মস্থান : ম্যাকন, ফ্রান্স উচ্চতা : ৫ ফুট ৯ ইঞ্চি অবস্থান : ফরোয়ার্ড ক্লাব : অ্যাটলেটিকো মাদ্রিদ জার্সি নম্বর : ৭ (ক্লাবের) জাতীয় দলে অভিষেক : ২০১৪ সাল বিশ্বকাপে অংশগ্রহণ : দুবার (২০১৪ এবং ২০১৮ সাল) জাতীয় দলে ৬১ ম্যাচে ২৪ গোল কিলিয়ান এমবাপ্পে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসেই ফুটবল বিশ্বের মন কেড়েছিলেন ফরাসি উদীয়মান ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। অনেকেই তো তাকে জুনিয়র পেলে বলেও আখ্যায়িত করেছেন! তবে এতে দোষের কিছু নেই। পুরো বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে ফুটবল বিশ্বে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বিশ্বকাপের ইতিহাসে বিশ বছরের কম বয়সী ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের পরে জোড়া গোলকারী একমাত্র ফুটবলার তিনি। একই সঙ্গে উদীয়মান ফুটবলার হিসেবে ফাইনালে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ১৯৫৮ সালে পেলে মাত্র ১৭ বছর বয়সেই ফাইনালে গোল করতে সক্ষম হয়েছিলেন। ক্লাবের হয়ে নিজের প্রতিভা অনেক আগেই বিকশিত করেন এমবাপ্পে। বিশ্বকাপে খেলতে এসে এবার নিজের শ্রেষ্ঠত্বও প্রমাণ করলেন। পুরো টুর্নামেন্টে কয়েকটি অ্যাসিস্ট করার পাশাপাশি চারটি গোল করতে সক্ষম হয়েছেন। বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন গ্রæপ পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে দুটি এবং ফাইনাল ম্যাচে করেন একটি গোল। সেই সঙ্গে জিতেছেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের ট্রফি। এবার উদীয়মান ফুটবলারের অ্যাওয়ার্ড জিতবেন পিএসজি তারকা এক নজরে পুরো নাম : কিলিয়ান এমবাপ্পে লোতিন জন্ম তারিখ : ২০ ডিসেম্বর, ১৯৯৮ সাল জন্মস্থান : প্যারিস, ফ্রান্স বয়স : ১৯ উচ্চতা : ৫ ফুট ১০ ইঞ্চি অবস্থান : ফরোয়ার্ড বর্তমান ক্লাব : পিএসজি জার্সি নম্বর : ২৯ (পিএসজি) জাতীয় দলে অভিষেক : ২০১৭ সাল জাতীয় দলের হয়ে ২২ ম্যাচে করেছেন ৮টি গোল পল পগবা ফ্রান্স ফুটবল দলকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করতে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়েছেন এমন আরেকজন ফরাসি ফুটবলার হলেন দলীয় মিডফিল্ডার পল পগবা। প্রতিপক্ষের ডি-বক্সে আক্রমণ করা থেকে শুরু করে নিজের বক্সের ভেতরে সব জায়গায় তাকে সব সময়ে খুঁজে পাওয়া গেছে। দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসতে সব সময় সোচ্চার এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। অন্যদের গোল করাতে একের পর এক অ্যাসিস্ট করলেও রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত কোনো গোলের দেখা পাননি পগবা। তবে শেষ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন ফাইনাল ম্যাচে। রাশিয়ার লুজনিয়াকি স্টেডিয়ামে ম্যাচের ৫৯ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। আর এর ফলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় দিদিয়ের দেশ্যামের শিষ্যদের। ৬৫ মিনিটে এমবাপ্পে আরেকটি গোল করলে শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় পায় হুগো লোরিসরা। আর তাতেই তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয়। ফরাসিরা রাশিয়া শিরোপা কথা মনে করলে গ্রিজম্যান এবং এমবাপ্পেদের সঙ্গে সঙ্গে নিশ্চয় পল পগবার কথাও মনে রাখবেন। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। আর সেবার সেরা উদীয়মান ফুটবলারের ট্রফি জিততে সক্ষম হয়েছিলেন। এক নজরে পুরো নাম : পল ল্যাবিলে পগবা জন্ম তারিখ : ১৫ মার্চ, ১৯৯৩ সাল জন্মস্থান : ল্যাজনি স্যুর মারনে উচ্চতা : ৬ ফুট ৩ ইঞ্চি অবস্থান : মধ্যমাঠ ক্লাব : ম্যানইউ জার্সি নম্বর : ৬ (ম্যানইউ) জাতীয় দলে অভিষেক : ২০১৩ সালে জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচে ১০টি গোল করেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App