×

আন্তর্জাতিক

চীনে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১১:৪৪ এএম

চীনে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
চীনে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বেশ কিছু সেতু ভেঙে গেছে। সড়ক ও রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। শনিবার (১৪ জুলাই) দেশটিতে আরও প্রবলবর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। চীনে প্রত্যেক বছর এ সময় ভারী বৃষ্টিপাত ও বন্যায় অনেক মানুষের প্রাণহানি হয়। তবে এ বছরে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, শনিবার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় ৮০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। জিয়াংশু ও সাংহাই-এর উপকূল দিয়ে চলে যাওয়া ছায়া চিয়াং নদীর পানির উচ্চতা বেড়েছে। ফলে এ নদীর অনেক উপনদীতে বন্যা দেখা দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার সংবাদ প্রকাশ করে, সিচুয়ান প্রদেশের ১০টির বেশি মহাসড়ক বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, প্রদেশটিতে বন্যায় ৩৫৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও পাশ্ববর্তী শহর ছুংছিং শহর থেকে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App