×

বিনোদন

‘ওয়ার্ক পারমিট’ আছে তো?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০৩:৩২ পিএম

‘ওয়ার্ক পারমিট’ আছে তো?
আইন অমান্য করে ‘ওয়ার্ক পারমিট’ ছাড়া বিদেশি শিল্পীরা অভিনয় করছেন বাংলাদেশের টেলিভিশন নাটক ও সিনেমায়। এমন অভিযোগ অনেক দিনের। স¤প্রতি কাজের অনুমতি না থাকায় উত্তরার একটি শুটিং সেটে গিয়ে শুটিং বন্ধ করে দিয়েছে ডিরেক্টরস গিল্ড। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্ট্যাটাস লিখে জানাচ্ছেন বাংলাদেশের অনেক নির্মাতা-শিল্পীরা বিদেশে ভ্রমণ ভিসায় গিয়ে ‘ওয়ার্ক পারমিট’ ছাড়াই নাটক, টেলিছবির শুটিং করেন। গত সপ্তাহেই নেপালে শুটিং করেছেন বাংলাদেশের একাধিক নির্মাতা, শিল্পী-কলাকুশলী। এ ছাড়া ইন্দোনেশিয়াতেও শুটিং করেছেন বেশ কয়েকজন তারকা শিল্পী-নির্মাতা। আসছে ঈদের জন্য নির্মিতব্য একাধিক নাটকের শুটিং হয়েছে বিদেশে। তবে সেই নাটকগুলোর শিল্পী-কলাকুশলীরা ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে কাজ করেছেন কিনা জানা যায়নি। এই বিষয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, বাংলাদেশের পরিচালকরা বিদেশে গিয়ে যদি ‘ওয়ার্ক পারমিট’ ছাড়া শুটিং করেন। তবে সেই বিষয়টি ওই দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বাংলাদেশে এসে কোনো বিদেশি শিল্পী যদি ‘ওয়ার্ক পারমিট’ ছাড়া কাজ করেন। তবে আমরা ডিরেক্টরস গিল্ড থেকে সেটি বন্ধ করব। এরপর যদি কোনো নির্মাতা এই অবৈধ কাজটি অব্যাহত রাখেন, তবে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই না, বাংলাদেশের সম্মানিত কোনো নির্মাতা-শিল্পী এরকম আইনি জটিলতার মধ্যে পড়েন। তাই সবাইকে সাবধান করেছি। চলতি সপ্তাহে একটি ওয়েব সিরিজে একাধিক বিদেশি শিল্পী কাজ করছিলেন বলে অভিযোগ আসার পর সেটি বন্ধ করেছি। জানা গেছে, গত ১০ জুলাই উত্তরায় ‘ফোন-এক্স’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন নির্মাতা অনন্য মামুন। সেখানে অভিনয় করছিলেন কলকাতার তিনজন অভিনয়শিল্পী। খবর পেয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক সেখানে গিয়ে তাদের বৈধভাবে কাজের অনুমতিপত্র ‘ওয়ার্ক পারমিট’ আছে কিনা জানতে চাইলে তারা সেটি দেখাতে পারেননি। পরে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে অলিক পরিচালক অনন্য মামুনকে শুটিং বন্ধের অনুরোধ করেন। ডিরেক্টরস গিল্ডের অনুরোধে শুটিং স্থগিত করেন অনন্য মামুন। এ দিকে অনন্য মামুন জানান, তারা তিনজন মূলত ঘুরতে এসেছিল ঢাকায়। এ সিরিজেও কাজ করছে। ইন্ডিয়ান অংশে তারা অংশ নিয়েছিল। মঙ্গলবার (১০ জুলাই) সকালে তারা শুটিং দেখতে এসেছিলেন উত্তরায়। তার ইচ্ছে ছিল সেই ফাঁকে দুয়েকটি দৃশ্যের শুটিং করার। কিন্তু ডিরেক্টরস গিল্ডের কথামতো শুটিং বন্ধ করেছেন। বাংলাদেশে পরিচালকরা বিদেশে ‘ওয়ার্ক পারমিট’ ছাড়া শুটিং করছেন বলে অফিসিয়ালি কোনো অভিযোগ পাননি বলে জানান ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। তিনি বলেন, এই বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল অভিযোগ আসেনি। আর বিদেশে শুটিং করলে, ওই দেশে আইন আছে। সেখানে তারা জটিলতার মধ্যে পড়বেন। সেই সব দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের কোনো পরিচালক যদি বিদেশে শুটিং করতে গিয়ে বাংলাদেশের সম্মানহানি করেন, তবে আমরা সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। ২০০২ সালে বাংলাদেশের টেলিভিশন নাটক-টেলিছবির পরিচালকদের অধিকার রক্ষার জন্য গঠন করা হয় ডিরেক্টরস গিল্ড নামের সংগঠন।। শুরু থেকে তিনবার ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠন করা হলেও ২০১৬ সালের ২২ জুলাই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে নির্বাচিত কমিটি দুই বছর পেরিয়েছে। সামনে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে সংগঠনটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App