×

পুরনো খবর

বেসরকারি হাসপাতালে ৭৫ ভাগ প্রসবই সিজারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ০৮:৩৩ পিএম

বেসরকারি হাসপাতালে ৭৫ ভাগ প্রসবই সিজারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বেসরকারি হাসপাতালগুলোয় প্রায় ৭৫ শতাংশ প্রসবই সি-সেকশন (সিজার) পদ্ধতিতে করা হয় বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবছর দেশে প্রায় ৩০ লক্ষ সন্তান প্রসব হয়। এর মধ্যে মাত্র ১১ লাখ হয় সরকারি হাসপাতালে। বাকিগুলোয় হয় বেসরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে হওয়া প্রসবের সিংহভাগই সিজার পদ্ধতিতে করা হয়। সবমিলিয়ে বেসরকারি হাসপাতালগুলোয় প্রায় ৭৫ শতাংশ প্রসবই সিজারে করা হয়। অথচ ওয়াল্ড হেলথ ওরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে ১০ থেকে ১৫ শতাংশের বেশি সিজার হওয়া ঠিক নয়।’

দেশের বেসরকারি হাসপাতালগুলোতে নবজাতক প্রসবের ক্ষেত্রে সিজারের প্রবণতা ভয়ানক হারে বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রয়োজন নেই, অথচ ব্যবসা করার জন্য সিজার করা মানবাধিকার লঙ্ঘনের সামিল।’

ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করতেই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা মূলত সিজারের প্রতি আগ্রহী হচ্ছেন বলে নিন্দা করে জাহিদ মালেক আরও বলেন, ‘স্বার্থের লোভে বেসরকারি হাসপাতালের যেসকল চিকিৎসকরা এগুলো করেন, তারা মানবতাবিরোধী কাজ করছেন।’

শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ড. আসা টোরকেলসন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App