×

জাতীয়

ডিআইজি মিজান ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চেয়েছে দুদক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ১০:৫০ পিএম

ডিআইজি মিজান ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চেয়েছে দুদক
আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মিজানুর রহমান ও তার স্ত্রী সোহেলীয়া আনার রত্নার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাদের সম্পদের হিসাব চাওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক অনুসন্ধানে ডিআইজি মিজানের নামে ৪৬ লাখ ৩২ হাজার ১৯১ টাকা এবং তার স্ত্রীর নামে ৭২ লাখ ৯০ হাজার ৯৫২ টাকার অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। গত ৯ জুলাই তাদের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত নেয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। গত ৩ মে অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানকে সংস্থার প্রধান কার্যালয়ে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। ওই দিন জিজ্ঞাসাবাদ শেষে ডিআইজি মিজান সাংবাদিকদের কাছে দাবি করেন, আয়কর নথিতে দেওয়া তথ্যের বাইরে তার কোনো সম্পদ নেই। ডিআইজি মিজানুর ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করানোর অভিযোগ ওঠে ডিআইজি মিজানুরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নারী নির্যাতনেরও অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রমাণ পায় পুলিশের তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App