×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সম্প্রসারিত হচ্ছে চীনের অর্থনৈতিক সাম্রাজ্য

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ১০:৩৩ পিএম

মধ্যপ্রাচ্যে সম্প্রসারিত হচ্ছে চীনের অর্থনৈতিক সাম্রাজ্য
চীন বলেছে, তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ২০ হাজার কোটি ডলার ঋণ এবং দশ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দেবে। এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এসব অর্থ খরচ করা হবে জানিয়েছে বেইজিং। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীন-আরব সহযোগিত ফোরামের ৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, অর্থনৈতিক পুনর্গঠন এবং তেল– গ্যাস, পরমাণু এবং জ্বালানী ক্ষেত্রে শিল্প পুনরুজ্জীবনের জন্য এসব লোন ব্যবহার করা হবে। তিনি আরো বলেন, এসব লোন বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হলে তা আরব অঞ্চলে চাকুরি বাজার সৃষ্টি করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দেবে। চীনের প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশ এক কোটি ৫০ লাখ ডলার ফিলিস্তিনিদের সহায়তা দিতে এবং বাকি ৯ কোটি ১০ লাখ ডলার জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের জন্য খরচ করবে। শি বলেন, আরব দেশগুলোর রেল যোগাযোগ ব্যবস্থা নির্মাণ এবং বন্দরগুলোর উন্নয়নে অংশ নেয়ার সুযোগকে তার দেশ স্বাগত জানাচ্ছে। আর এসব যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটলে তা এশিয়ার কেন্দ্রস্থলকে পূর্ব আফ্রিকা এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ স্থাপন করবে। এছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনি সংকট নিরসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সমঝোতা এবং ঐক্যমত্যের প্রতি সম্মান দেখাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App