×

খেলা

বেলজিয়ামের সামনে রেকর্ডের হাতছানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ০৪:৪১ পিএম

বেলজিয়ামের সামনে রেকর্ডের হাতছানি
একের পর এক জয়ে ফিফা বিশ্বকাপের ২১তম আসরের সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম ফুটবল দল। আর দুটো ম্যাচ জিতলেই শিরোপা জয়ের পাশাপাশি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অনন্য এক রেকর্ড গড়বে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। এর আগে উরুগুয়ে, ইতালি এবং ব্রাজিল এই তিনটি দল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। বেলজিয়াম জিতলে এ তালিকায় চতুর্থ দল হিসেবে তাদের নাম উঠবে। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ফিফা বিশ্বকাপের অধরা শিরোপা জিততে সক্ষম হবে বেলজিয়াম। কেউ কেউ তো আগে থেকে বলেই দিয়েছেন যে, রেড ডেভিলসরাই নাকি এবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে! তবে সত্যি তারা পারবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আর দুটি ম্যাচ অপেক্ষা করতে হবে। তবে আজই যদি এডেন হ্যাজার্ডরা হেরে যায় তাহলে আর চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর জিতলে চ্যাম্পিয়ন হতে মাত্র একটি ম্যাচ জিততে হবে। বেলজিয়াম যদি চ্যাম্পিয়ন হয়েই যায় তাহলে চতুর্থ দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে রেড ডেভিলসরা। এর আগে সর্বপ্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। ফিফা বিশ্বকাপের প্রথম আসরে মাত্র ৪টি ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করেছিল উরুগুয়ানরা। ১৯৩৮ সালে উরুগুয়ের সমপরিমাণ ৪টি ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তবে দুভাগ্যবশত এবার তারা বিশ্বকাপের বাছাইপর্বই পার হতে পারেনি। এরপর ১৯৭০ এবং ২০০২ সালে একমাত্র দল হিসেবে দুবার অপরাজিত চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে ব্রাজিল ফুটবল দল। ১৯৭০ সালের বিশ্বকাপে ছয়টি ম্যাচ জেতে সেলেসাওরা। আর ২০০২ সালে দক্ষিণ কোরিয়া এবং জাপান বিশ্বকাপে ৭টি ম্যাচের প্রতিটিতে জিতে তাদের পঞ্চম শিরোপা অর্জন করে। ফিফা বিশ্বকাপের ২১তম আসরে সেই রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে বেলজিয়ামের। এখন পর্যন্ত মোট ৫টি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে তারা। গ্রæপপর্বে পানামা, তিউনেসিয়া এবং ইংল্যান্ডকে হারিয়েছে দুবারের সেমিফাইনালিস্টরা। দ্বিতীয় রাউন্ডের খেলায় টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে দুটি গোল খাওয়ার পরও জাপানের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে রেড ডেভিলসরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে খেলতে নামে বর্তমান সময়ে দারুণ ছন্দে থাকা ব্রাজিল। কিন্তু নেইমারাও বেলজিয়ামের বিপক্ষে জিততে পারেনি। হেরেছে ২-১ গোলের ব্যবধানে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ফুটবল স্টেডিয়ামে আজ ফ্রান্সকে হারাতে পারলে প্রথমবারের মতো ফাইনালে উঠবে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ থাকবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। তবে শুধু বেলজিয়ামই নয় ক্রোয়েশিয়ার সামনেও একই রেকর্ডের হাতছানি দিচ্ছে। লুকা মড্রিচরাও এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারাতে পারলে প্রথমবারের মতো তারাও ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করবে। আর ফাইনাল জিতলেই গড়বে এক অনন্য রেকর্ড!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App