×

জাতীয়

কামরান-জুবায়েরের বিরুদ্ধে আরিফের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ০১:২৬ পিএম

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান এবং স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে ফের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে এ বিষয়ে অভিযোগ করেন সদ্য সাবেক এ মেয়র। এ সময় তিনি গ্রেপ্তারি পরোয়ানা ও তল্লাশির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশি অভিযানের নামে হয়রানি বন্ধেরও আহ্বান জানান। অভিযোগ জানানো শেষে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে বেরিয়ে এসে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আচরণবিধি অনুযায়ী আগামীকাল (আজ) ১০ জুলাই প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। তবুও বদরউদ্দিন আহমদ কামরান ও এহসানুল মাহবুব জুবায়ের বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি আরো বলেন, আমি এর আগেও একই বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। তবুও নির্বাচন কমিশন নীরব ভ‚মিকা পালন করছে। এ সময় আরিফুল হক চৌধুরীর সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ আরো নেতারা। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, আরিফুল হক চৌধুরী মৌখিকভাবে বদরউদ্দিন আহমদ কামরান ও এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এ ব্যাপারে আমরা নজর রাখব। ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার গতকাল সোমবার ছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। আগের দিন রবিবার দুজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর গতকাল আরো চার কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে শেষদিন পর্যন্ত কোনো মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন প্রত্যাহারকারী ছয় কাউন্সিলর প্রার্থী হলেন ৮নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ১৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০নং ওয়ার্ডের মিঠু তালুকদার, ২১নং ওয়ার্ডের এনামুল হক, ২৫নং ওয়ার্ডের মোহাম্মদ আফজাল উদ্দিন এবং ২৬নং ওয়ার্ডের খসরু আহমদ। সর্বশেষ হিসেব অনুযায়ী ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App