×

জাতীয়

সিলেট-রংপুর বিভাগে ৫০ আসনে জাপার ৬৩ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১২:৩৭ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে চায় জাতীয় পার্টি (জাপা)। এ লক্ষ্যে ৩০০ আসনের খসড়া প্রার্থী তালিকা তৈরি করেছে দলটি। খসড়া তালিকায় সিলেট বিভাগের ৪ জেলার ১৮ আসনে ২৬ এবং রংপুর বিভাগের ৮ জেলার ৩২ আসনে ৩৭ জনের নাম রয়েছে। সিলেট : সিলেট-১ বারুল হোসেন বাবুল। সিলেট-২ বর্তমান সংসদ সদস্য ইয়াহ ইয়া চৌধুরী। সিলেট-৩ মো. উসমান আলী চেয়ারম্যান ও আতাউর রহমান আতা। সিলেট-৪ এ টি ইউ তাজ রহমান। সিলেট-৫ বর্তমান সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন ও সাব্বির আহম্মেদ। সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ সাধন বাবু, সুনামগঞ্জ-২ জামিল চৌধুরী ও জাহিদ আলী। সুনামগঞ্জ-৩ এডভোকেট শাহিন, নুরুল ইসলাম ও মো. সাজ্জাদ। সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবা। সুনামগঞ্জ-৫ আ. মজিদ, আ ন ম কনা মিয়া, জাহাঙ্গীর আলম ও রুহুল আমিন। হবিগঞ্জ : হবিগঞ্জ-১ বর্তমান সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। হবিগঞ্জ-২ বাবু শংকর পাল। হবিগঞ্জ-৩ ইঞ্জিনিয়ার এম এ মনিম চৌধুরী বুলবুল। হবিগঞ্জ-৪ আতিকুর রহমান আতিক। মৌলভীবাজার : মৌলভীবাজার-১ আহম্মেদ রিয়াজ। মৌলভীবাজার-২ এডভোকেট মাহবুবুল আমিন শামীম। মৌলভীবাজার-৩ মো. শাহাবুদ্দীন। মৌলভীবাজার-৪ কামাল আহম্মেদ। রংপুর : রংপুর-১ বর্তমান সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা। রংপুর-২ আসাদুজ্জামান চৌধুরী। রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল। রংপুর-৫ ফাকরুজ্জামান জাহাঙ্গীর। রংপুর-৬ নূরে আলম যাদু। দিনাজপুর : দিনাজপুর-১ শাহিনুর ইসলাম ও রশিদুল ইসলাম। দিনাজপুর-২ আহম্মেদ রুবেল। দিনাজপুর-৩ ড. আনোয়ার হোসেন জীবন চৌধুরী। দিনাজপুর-৪ মোনাজাত চৌধুরী মিলন। দিনাজপুর-৫ সোলায়মান সামি, দিনাজপুর-৬ মো. দেলোয়ার হোসেন। কুড়িগ্রাম : কুড়িগ্রাম-১ মোস্তাফিজুর রহমান। কুড়িগ্রাম-২ তাজুল ইসলাম চৌধুরী। কুড়িগ্রাম-৩ ডা. আক্কাস আলী। কুড়িগ্রাম-৪ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী। লালমনিরহাট : লালমনিরহাট-১ মেজর (অব.) মো. খালেদ আক্তার। লালমনিরহাট-২ রুকুন উদ্দিন বাবুল। লালমনিরহাট-৩ জি এম কাদের। নীলফামারী : নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী। নীলফামারী-২ সাজ্জাদ পারভেজ। নীলফামারী-৩ বুলু চৌধুরী ও ফারুক কাদের। নীলফামারী-৪ মো. শওকত চৌধুরী। পঞ্চগড় : পঞ্চগড়-১ মো. আবু সালেক। পঞ্চগড়-২ লুৎফুর রহমান রিপন। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ রেজাউল রাজি চৌধুরী স্বপন। ঠাকুরগাঁও-২ নুরুন নাহার বেগম, বদিউজ্জামান ও ইসতিক অনিক। ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহম্মেদ। গাইবান্ধা : গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-২ আবদুর রশিদ সরকার। গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার। গাইবান্ধা-৪ কাজী মশিউর রহমান। গাইবান্ধা-৫ রওশন এরশাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App