×

খেলা

কে জিতবেন গোল্ডেন বল?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১২:০১ পিএম

কে জিতবেন গোল্ডেন বল?
রাশিয়া বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে। আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে। তবে এর মধ্যে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। কাদের হাতে শিরোপা উঠবে সে আলোচনার পাশাপাশি ফুটবলপ্রেমীদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে ২১তম বিশ্বকাপ আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতবেন কারা সে প্রসঙ্গও। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন সবার শীর্ষে রয়েছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। তাই হ্যারি কেন যে রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে যাচ্ছেন সেটা এক প্রকার নিশ্চিত। এ ছাড়া ইতোমধ্যে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কে জিতবেন বিশ্বকাপের গোল্ডেন বল সেটিও। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচের হাতেই উঠতে যাচ্ছে এবারের গোল্ডেন বল পুরস্কার। এ ছাড়া এ তালিকায় রয়েছে বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, ফরাসি ফরোয়ার্ড এন্তোনি গ্রিজম্যান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও ফিলিপে কুতিনহোর নাম। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের দৌড়ে অনেকেই থাকলেও সবার চেয়ে এগিয়ে ক্রোয়েশিয়ার নাম্বার টেন লুকা মড্রিচ। এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই দারুণ পারফরমেন্সে উপহার দিয়েছেন তিনি। মূলত তার দুর্দান্ত পারফরমেন্সই ২১তম বিশ^কাপ আসরে ক্রোয়েশিয়াকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে। লুকা মড্রিচ কতটা অসাধারণ পারফরমেন্স করছেন তা বুঝা যায় এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার তিনটি ম্যাচে তার ম্যাচসেরা হওয়া দেখেই। শনিবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচটিতেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। মাঠে অসাধারণ পারফরমেন্সের জন্য লুকা মড্রিচের গোল্ডেন বল জেতাটা এখন যে অনেকটাই নিশ্চিত সেটা ক্রোয়েশিয়ার অধিনায়ক নিজেও জানেন। তবে গোল্ডেন বল জেতার চেয়ে শিরোপা জয়ের প্রতিই বেশি নজর লুকা মড্রিচের। বিষয়টির প্রমাণ পাওয়া যায় রাশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে লুকা মড্রিচের দেয়া ভাষ্যে। এ দিন ম্যাচ শেষে লুকা মড্রিচকে গোল্ডেন বল নিয়ে জিজ্ঞেস করার পর তিনি বলেন, সত্যি বলতে আমি এখন এসব নিয়ে ভাবছি না। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো দলের সাফল্য। ব্যক্তিগত পুরস্কার পাওয়াটা গর্বের, তবে এই মুহূর্তে আমি শুধু দলের সাফল্য নিয়ে চিন্তা করতে চাই এবং সামনে এগোতে চাই। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে এখন পর্যন্ত ২টি গোল করেছেন মড্রিচ। এ ছাড়া তার অ্যাসিস্টে হয়েছে ২টি গোল। তাছাড়া প্রতিটি ম্যাচেই পুরোটা সময় অসাধারণ দক্ষতায় ক্রোয়েশিয়ার মাঝমাঠ সামাল দিয়েছেন বর্তমানে ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার। মড্রিচ ছাড়াও এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জেতার সম্ভাবনা রয়েছে যেসব ফুটবলারের তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও ফরাসি ফরোয়ার্ড এন্তোনি গ্রিজম্যানের নাম। বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি গোল করেছেন ডি ব্রুইন। তবে বেলজিয়ামের মাঝমাঠে তিনি যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তা সবারই নজর কেড়েছে। অন্যদিকে ৩টি গোল করার পাশাপাশি নিপুণ দক্ষতায় দলের আক্রমণভাগ সামলানোয় গোল্ডেন বল জিততে পারেন ফরাসি ফরোয়ার্ড এন্তোনি গ্রিজম্যানও। এ ছাড়া এ তালিকায় উপরের দিকে থাকলেও ব্রাজিলের বিদায়ে নেইমার ও কুতিনহোর গোল্ডেন বল জয়ের আশা শেষ হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App