×

জাতীয়

ঐক্যের আলোচনা জোট-মহাজোটে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১১:৫২ এএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা নিজ নিজ জোট-মহাজোটের শরিকদের সঙ্গে ঐক্যের আলোচনা শুরু করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্য প্রার্থীরা যাতে মেয়র পদের মনোনয়ন প্রত্যাহার করেন সে বিষয়ে দফায় দফায় বৈঠক করছেন স্থানীয় নেতারা। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদেরও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে ২০ দলীয় জোটের খেলাফত মজলিশের প্রার্থীর সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হওয়ায় তারা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে আলোচনাও ইতিবাচক দিকে এগোচ্ছে। আজকের মধ্যে জাতীয় পার্টির প্রার্থীও আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন। আজ সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। আগামীকাল ১০ জুলাই প্রতীক বরাদ্দ এবং ৩০ জুলাই ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ছোট দলগুলোর ঐক্যপ্রক্রিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের ভোটের হিসাবে শুরু হয়েছে। হেফাজতে ইসলামের বরিশালের আমির মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করে বরিশালে ফিরে আলেম সমাজের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে হেফাজতের পাশাপাশি আলেম সমাজ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার করেন। ওবায়দুর রহমান মাহাবুব আলেম সমাজকে নিয়ে ভোটের মাঠে নামার ঘোষণায় কপাল পুড়তে পারে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের। কারণ হেফাজতে ইসলাম সমর্থকরাই বিএনপির ‘ভোটব্যাংক’। বরিশাল সিটি করপোরেশনে ভোটের সমীকরণে কিছুটা টানাপড়েনে আছে আওয়ামী লীগও। কেননা, বাম সংগঠন দুটির মেয়র প্রার্থী নগরীর ভূমিহীন ও কলোনিবাসীর কাছে বেশ জনপ্রিয়। তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহকে কিছুটা ভোট হারাতে হতে পারে। কারণ, বাম সংগঠনের অনুসারীরা সাধারণত তাদের প্রার্থীর অনুপস্থিতিতে আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকেন। এ ছাড়া জাতীয় পার্টি মেয়রপদে তাদের প্রার্থিতা প্রত্যাহার না করলে ভোটের সমীকরণে পিছিয়ে পড়তে পারেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গত শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঐক্যে ফাটল ধরেছে। প্রার্থিতা নিয়ে তাদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। দুই দলের মেয়র প্রার্থীই আশা করছেন, দ্বন্দ্ব নিরসন করে তারা একক প্রার্থী দেবেন। তবে দুজনের মধ্যে কে প্রার্থী থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। সিপিবির মেয়র প্রার্থী ও দলটির জেলা সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সমঝোতার জন্য আলোচনা চলছে। তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে আমি মেয়র প্রার্থী হওয়ার কথা বলেছি। ডা. মনীষা চক্রবর্তীর এখনও অনেক সময় রয়েছে। এ ছাড়া রংপুর আর সিলেটে আমাদের প্রার্থীরা বাসদ-এর প্রার্থীকে সমর্থন দিয়েছে। সে হিসেবে বরিশালে বাসদ-এর ছাড় দেয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App