×

তথ্যপ্রযুক্তি

হিরো বাইকের দাম বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ০৪:০০ পিএম

হিরো বাইকের দাম বাড়ছে
মোটরসাইকেলের দাম বাড়াচ্ছে হিরো মোটরকরপোরেশন। ভারতের বাজারে বর্ধিত মূল্যের ঘোষণা করেছে জনপ্রিয় এই টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান। গাড়ি বানানোর কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে হিরো মোটরস জানিয়েছে। জানা গেছে, হিরোর সব মোটরসাইকেলের দাম ৫০০ রুপি পর্যন্ত বাড়বে। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে ভারতে ২১ লাখ বাইক বিক্রি করেছে হিরো। প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী মাসেও বাইক বিক্রি এই একই গড় ধরে রাখতে পারবে। সব মিলিয়ে হিরোর বাজার এখন বেশ ভালই যাচ্ছে। ভারতে বাইক বিক্রির ক্ষেত্রে সংস্থার দীর্ঘ দিনের সুনাম আর ভারতে বর্ষায় বিগত কয়েক বছরের বাইক বিক্রির পরিসংখ্যানের উপর ভিত্তি করেই এই আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসে একাধিক নতুন বাইক বাজারে আনতে চলেছে হিরো। তার মধ্যে রয়েছে এক্সট্রিম ২০০ আর, ১২৫ সিসির স্কুটার হিরো ডুয়েট ১২৫ আর, হিরো মাস্ট্রো এজ ১২৫।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App