×

খেলা

নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১০:৩১ পিএম

নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল। রোববার নেদারল্যান্ডসের আটরেচটে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ১৮ ওভারে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র দুজন। ডেনিসে হ্যানেমা ১৫ ও স্টেরি ক্যালিস করেন ১৪ রান। ডাক মেরেছেন ছয়জন! ডাচদের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন মূলত বাংলাদেশের দুই লেগ স্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। রুমানা ৩ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিমা ৩ ওভারে ৩ রানে ৩ উইকেট। পান্না ঘোষ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান সালমা খাতুন ও নাহিদা আকতার। জবাবে শামিমা সুলতানা ও আয়েশা রহমান গড়েন ২২ রানের উদ্বোধনী জুটি। অবশ্য ৪ রানের ব্যবধানে ফেরেন দুজনই। শামিমা ১৬, আয়েশা করেন ৬ রান। এরপর ৩২ রানে নিগার সুলতানা (৪) ফিরলেও বাকি কাজটা সারেন ফারজানা হক (১১*) ও রুমানা (৪)। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৭৩ বল বাকি থাকতেই! এর আগে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপে ভাগ হয়ে আট দল লড়ছে এই বাছাইপর্বে। বাছাইপর্বের দুই ফাইনালিস্ট আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় মূল প্রতিযোগিতায় অংশ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App