×

জাতীয়

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ০৪:৩৫ পিএম

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযান
ভুল চিকিৎসায় সাংবাদিকের শিশুকন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর অভিযোগ ওঠার পর চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অভিযান পরিচালনা করছে র‌্যাব। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে র‌্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি প্রতিনিধি ডা. মো. মেহেদী হাসান, চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক গুলশান জাহান ও চট্টগ্রাম র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চলেছে। চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক গুলশান জাহান জানান, নগরীর মেহেদীবাগে অবস্থিত ম্যাক্স হাসপাতালের ফার্মেসির মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর। দীর্ঘ ২ বছর ধরে অবৈধভাবে হাসপাতালটি ফার্মেসি পরিচালনা করে আসছে। একইভাবে বিদেশ থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ ওষুধ পাওয়া গেছে এই ফার্মেসিতে, যেগুলো আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব ওষুধ বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে বলে ধারণা করছেন তিনি। ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, ম্যাক্স হাসপাতালের ল্যাবে কোনো পরীক্ষাই করা হয় না। বাইরের ইটিক ও ল্যাবএইড থেকে পরীক্ষা করে এনে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে এই হাসপাতালটি। এছাড়া ওষুধ ও কেমিকেলের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। ম্যাক্স হাসপাতালে অভিযানের খবর শুনে নগরীর অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তালা দিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। গত ২৮ জুন সন্ধ্যা ৬টার সময় দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী শিশুকন্যা রাইফার গলায় ব্যথার কারণে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শুক্রবার দিনগত রাত ১২টার দিকে মৃত্যু হয়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলাকে দায়ী করেন রাইফার বাবা রুবেল খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App