×

বিনোদন

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Icon

কাগজ বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১২:৫১ পিএম

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসর বসছে আজ ৮ জুলাই। এদিন ২০১৬ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার দেয়া অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক আয়োজনও। উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফারুক ও ববিতাকে দেয়া হবে আজীবন সম্মাননা। এ কারণে সাংস্কৃতিক আয়োজনের নাচের অংশটি সাজানো হয়েছে তাদের সিনেমার গান দিয়ে। ফারুক-ববিতা জুটির কয়েকটি গানে এদিন নাচবেন পাঁচ তারকা জুটি। এ ছাড়াও নৃত্য পরিবেশন করবেন সাদিয়া জাহান মৌ। ফারুক-ববিতার গানে তার সঙ্গে জুটি বাঁধবেন সাহারা। এ ছাড়াও একই পরিবেশনায় দেখা মিলবে রিয়াজ-অপু বিশ্বাস, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সাইমন-সিমলা জুটিরও। গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে বাংলা গানের কিংবদন্তি শিল্পী গায়ক সৈয়দ আবদুল হাদীর গান। এ ছাড়াও প্রতীক হাসান, কোনাল, রাজীবসহ আরো অনেকে গান শোনাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App