×

খেলা

অল ইউরো বিশ্বকাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১১:৫৩ এএম

রাশিয়া বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে। ইতোমধ্যে শেষ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লড়াই। এখন বাকি আছে কেবল ৪টি ম্যাচ। তবে এবারের রাশিয়া বিশ্বকাপে ইউরোপের বাইরের কোনো দল সেমিফাইনালে উঠতে পারেনি। গত শুক্রবার ইউরোপের দেশ বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ব্রাজিল। ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে অল ইউরো লড়াইয়ে পরিণত হলো রাশিয়া বিশ্বকাপ। সর্বশেষ ২০০৬ সালে সেমিফাইনালে অল ইউরো দেখেছে বিশ্ব। সেবার পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও ইতালি খেলেছিল সেমিফাইনালে। গত কয়েক বছর ধরে বিশ্বকাপে অনেকটাই একতরফা আধিপত্য দেখাচ্ছে ইউরোপের দেশগুলো। ইউরোপের বাইরের দেশ হিসেবে শেষবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর অনুষ্ঠিত তিনটি বিশ্বকাপেরই শিরোপা জিতেছে ইউরোপের দেশগুলো। যেখানে ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি, ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং ২০১৪ সালের বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। ২০১৮ সালের রাশিয়া বিশ^কাপে ইউরোপের বাইরের ১৮টি দেশ অংশ নিয়েছে। যেখানে এশিয়া অঞ্চল থেকে অংশ নিয়েছে ৫টি দেশ। এশিয়ার ৫টি দেশের মধ্যে প্রথম রাউন্ডের বাধা পার হতে পেরেছে কেবল জাপান। কিন্ত শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সামুরাই ব্লুদের। সেনেগাল, মরক্কো, তিউনিশিয়া, নাইজেরিয়া, মিসর আফ্রিকা অঞ্চলের এই ৫টি দেশ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছে। যেখানে একটি দলও প্রথম রাউন্ডের বাধা পার হতে পারেনি। এ ছাড়া উত্তর আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে অংশ নেয়া ৩টি দেশের মধ্যে পানামা ও কোস্টারিকা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। আর ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ বিদায় নিয়েছে মেক্সিকো। এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা অঞ্চলের দেশগুলো শিরোপা জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় কখনোই থাকে না। এর প্রমাণ এখনো পর্যন্ত এসব অঞ্চলের কোনো দেশ শিরোপা জিততে পারেনি। বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইটা হয় মূলত ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে। ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালেও ছিল ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২টি করে দেশ। কিন্তু রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোনো দেশ জায়গা করে নিতে পারেনি। এই অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া ৫টি দেশের মধ্যে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে পেরু। এ ছাড়া দ্বিতীয় রাউন্ডের বাধা পার হতে পারেনি আর্জেন্টিনা ও কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল ও উরুগুয়ে। যেখানে কোয়ার্টার ফাইনালের অংশগ্রহণের সুযোগ পাওয়া বাকি ৬টি দলই ইউরোপের। দলগুলো হলো ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া, ক্রোয়েশিয়া, সুইডেন। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে উরুগুয়ে এবং কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে শক্তিশালী ব্রাজিল। ফলে রাশিয়া বিশ^কাপের শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকা সব দলই এখন ইউরোপের। যে কারণে ২১তম বিশ^কাপ আসর এখন পরিণত হয়েছে অল ইউরো লড়াইয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App