×

বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কোন দল?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ০২:২৭ পিএম

বিশ্বকাপ ফাইনালে কোন দল?
বিশ্বকাপ ফাইনালে কোন দল?
বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার অনেকটাই ব্রাজিল-আর্জেন্টিনা কেন্দ্রিক। দ্বিতীয় রাউন্ডের খেলায় হেরে যাওয়ার পর আর্জেন্টিনা ভক্তরা যতটা না খেলা দেখছেন, তার চেয়ে বেশি যেন ব্রাজিলের বিরোধিতা করছেন। ফলে ব্রাজিলের বিরোধী পক্ষকেই সমর্থন করছেন বাংলাদেশের বেশিরভাগ আর্জেন্টিনা সমর্থক। এ দিকে বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল খেলতে পারবে কিনা, সেটা নির্ধারণ হবে শুক্রবার রাতে। এ দিন বেলজিয়ামকে হারাতে পারলেই ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবে ব্রাজিল। ব্রাজিল ভক্তরা মনে করেন, তাদের প্রিয় দল ফাইনাল খেলবে। শুক্রবার বিকেলে ভোরের কাগজের সঙ্গে কথা বলেন শোবিজ তারকারা। সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেন, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। অবশ্যই ব্রাজিল ফাইনাল খেলবে এবং বিশ্বকাপ নিয়েই বাড়ি ফিরবে। ব্রাজিলের খেলা হলেই বন্ধু-বান্ধব মিলে খাওয়া-দাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানেই থাকি না কেন বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে। অভিনেতা ফজলুর রহমান বাবু ব্রাজিল দলের সমর্থক। ব্রাজিলের খেলার দিন জার্সি পরেই খেলা দেখতে বসেন বাবু। তিনি বলেন, ব্রাজিল দারুণ ছন্দের মধ্যে আছে। এই ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে। বিশ্বকাপ ফাইনাল খেলবে, শিরোপা নিয়েই বাড়ি ফিরবে। শুভকামনা থাকবে ব্রাজিলের জন্য। অন্যদিকে মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া সাপোর্ট করতের পর্তুগালকে। এখন বিশেষ কোনো দলকে সাপোর্ট করেন না। তবে ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। পিয়া বলেন, বেলজিয়াম এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। তাদের হারানো ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বিশ্বকাপ ফাইনালে বেলজিয়ামকে দেখলে আমি অবাক হবো না। নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, সেই কৈশোর থেকেই ব্রাজিল সমর্থন করছি। আমার কাছে সমর্থন যতটা না ম্যাটার অফ লজিক, তারও বেশি মিথোলজিক বা নস্টালজিক। সুতরাং, গো অন ব্রাজিল। জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের খেলা মানেই বাড়তি উন্মাদনা বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, বেলজিয়াম অবশ্যই ভালো ফুটবল খেলছে। কিন্তু গত ম্যাচে জাপানের কাছে হারতে হারতে জিতেছে। ব্রাজিলের সঙ্গে পারবে না। ব্রাজিলের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বেলজিয়াম। বিশ্বকাপ  শিরোপা জয় করবে ব্রাজিল। ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সাপোর্টার। তার প্রিয় দল বিদায় নেয়ার পরও প্রতিটা ম্যাচই উপভোগ করছেন। তিনি বলেন, আমি নান্দনিক ফুটবলের পক্ষে। ব্রাজিলের শৈল্পিক ফুটবল জাদু দেখতে চাই। শুভকামনা ব্রাজিলের জন্য। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই মিলে বিশ্বকাপ ফুটবলের আনন্দে মেতে উঠি। ওমর সানী-মৌসুমী দম্পতি ব্রাজিল দলের সাপোর্টার। প্রিয় দলের খেলা দেখতে নানা রকম প্রস্তুতিও নিয়েছেন তারা। বেশ আয়েশ করে এবারের বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন। দেশের চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস ব্রাজিলের বড় একজন ভক্ত। তার সন্তান আব্রামকে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন। দারুণ এক ছন্দে থাকা ব্রাজিল দলের সাফল্যে দারুণ খুশি অপু বিশ্বাস। চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, নান্দনিক ফুটবল ছন্দ ও জাদুতে বিশ্বাস করি, তাই ব্রাজিলকে সমর্থন করি। তবে আঘাত করা তর্কে বিশ্বাসী না। এই বিশ্বকাপে সব দলের প্রতি রইলো শুভকামনা। কণ্ঠশিল্পী পড়শীও ব্রাজিলের সমর্থক। ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের আগ মুহূর্তে আইরিন বলেন, আমি ব্রাজিলের অন্ধভক্ত। বিশ্বকাপ তো আর হরহামেশা হয় না। তাই এবারের বিশ্বকাপ আসতেই ছবিগুলো তুলেছি। চট করে সিদ্ধান্ত নিয়ে এটা করা। ভালোবাসা থেকে ব্রাজিলের জার্সি পরেছি। কোনো কমার্শিয়াল কাজে নয়। আজকের (শুক্রবার) ম্যাচে আশা করছি ব্রাজিলই জিতবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App