×

জাতীয়

ঢাকা বিভাগের ৬৯ আসনে ১১৩ প্রার্থী জাপার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ০১:৫৮ পিএম

ঢাকা বিভাগের ৬৯ আসনে ১১৩ প্রার্থী জাপার
এককভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এ লক্ষ্যে সারা দেশের ৩০০ আসনে চার শতাধিক প্রার্থীর খসড়া তালিকা তৈরি করেছে দলটির হাইকমান্ড। এ তালিকায় ঢাকা বিভাগের ১৩ জেলার ৬৯টি আসনে ১১৩ জন প্রার্থীর নাম রয়েছে। ঢাকা : ঢাকা-১ বর্তমান সংসদ সদস্য এড. সালমা ইসলাম, ঢাকা-২ শামিম আহমেদ, ঢাকা-৩ ফারুক আহমেদ, ঢাকা-৪ বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ মীর আবদুস সবুর আসুদ, ঢাকা-৬ বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৭ হাজি সাইফুদ্দিন আহম্মেদ মিলন, ঢাকা-৮ জহিরুল আলম রুবেল ও মিনি খান, ঢাকা-৯ মো. হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন খান ও ইদি আমিন এ্যাপোল, ঢাকা-১০ মো. হেলাল উদ্দীন, ঢাকা-১১ এস এম ফয়সল চিশতী ও কাজী আবুল খায়ের, ঢাকা-১২ দেওয়ান আলী, ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪ মোস্তাকুর রহমান মোস্তাক, ঢাকা-১৫ মো. শামসুল হক, ঢাকা-১৬ সুলতান আহমেদ সেলিম ও আমান হোসেন আমানত, ঢাকা- ১৭ জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-১৮ মো. জাকির হোসেন মৃধা, ঢাকা-১৯ মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদ, ঢাকা-২০ খান মুহম্মদ ইসরাফিল খোকন ও দেলোয়ার হোসেন মিলন। গাজীপুর : গাজীপুর-১ খন্দকার আবদুস ছালাম, গাজীপুর-২ এন এন নেওয়াজ উদ্দিন, এড. মাহবুব আলম ও জয়নাল আবেদীন, গাজীপুর-৩ আজহারুল ইসলাম সরকার ও মোতাহার হোসেন মানিক, গাজীপুর-৪ মো. আরিফুর রহমান খান, আনোয়ার কবির ও শামসুদ্দিন খান এবং গাজীপুর-৫ জয়নাল আবেদীন ও শিশির আযম। টাঙ্গাইল : টাঙ্গাইল-১ মো. মঞ্জু, টাঙ্গাইল-২ মো. শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ এড. সুয়েত আলী, টাঙ্গাইল-৪ মোস্তাক আহম্মেদ, টাঙ্গাইল-৫ আবুল কাশেম ও মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ এমদাদ হোসেন, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম নুরু এবং টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী। মানিকগঞ্জ : মানিকগঞ্জ-১ সুলতান মাহমুদ ও আলী কসর, মানিকগঞ্জ-২ সৈয়দ আব্দুল মান্নান ও মিজানুর রহমান মিরু এবং মানিকগঞ্জ-৩ জহিরুল আলম রুবেল ও হাবিব উল্লাহ। রাজবাড়ী : রাজবাড়ী-১ এড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং রাজবাড়ী-২ মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও শরীফ মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী। ফরিদপুর : ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান ও মো. কামরুজ্জামান, ফরিদপুর ২ মিয়া আলমগীর ও গাজী ফরিদুর রহমান শিপন, ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া ও হাসিনা এমরান চৌধুরী এবং ফরিদপুর-৪ হাজি আনোয়ার হোসেন ও আবুল হোসেন মাজদার। গোপালগঞ্জ : গোপালগঞ্জ-১ আবদুল মান্নান শেখ মুন্নু, গোপালগঞ্জ-২ শেখ আলমগীর হোসেন ও কাজী শাহীন এবং গোপালগঞ্জ-৩ রঞ্জণ। মাদারীপুর : মাদারীপুর-১ জহিরুল ইসলাম ঝন্টু, মাদারীপুর-২ জাকারীয়া অপু ও এড. সিরাজুল ইসলাম স্বপন এবং মাদারীপুর-৩ এম এ খালেক। শরীয়তপুর : শরীয়তপুর-১ এড. মাসুদুর রহমান মাসুদ, শরীয়তপুর-২ শারমীন পারভীন লিজা ও সুলতান সরদার এবং শরীয়তপুর-৩ ম ম ওয়াসীম ও এম এ হান্নান। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-১ আনোয়ার হোসেন ও জয়নাল আবেদিন, নারায়ণগঞ্জ-২ জাপা প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ সালাউদ্দিন খোকা মোল্লা এবং নারায়ণগঞ্জ-৫ বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান ও আলহাজ জয়নাল আবেদীন। নরসিংদী : নরসিংদী-১ শফিকুল ইসলাম শফিক, নরসিংদী-২ আজম খান ও আবু সাঈদ স্বপন, নরসিংদী-৩ এড. রেজাউল করিম বাসেদ ও আলমগীর কবির, নরসিংদী-৪ মো. নেওয়াজ আলী ভ‚ইয়া এবং নরসিংদী-৫ ইঞ্জিনিয়ার ছাত্তার। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-১ এড. মিরাজুল ইসলাম ও গোলাম মোহাম্মদ রাজু, মুন্সীগঞ্জ-২ আলহাজ জয়নাল আবেদিন, নোমান মিয়া ও কুতুব উদ্দিন আহম্মেদ এবং মুন্সীগঞ্জ-৩ আলহাজ আব্দুল বাতেন। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-১ ডা. এস এম মোস্তাক খান পাঠান, আবদুল গণি, এড. আশরাফ উদ্দিন রেনু ও মোস্তাইন বিল্লাহ, কিশোরগঞ্জ-২ সৈয়দ সাদরুল্লাহ মাজু, আবু সাঈদ মো. খুররম ও এড জাহাঙ্গীর আলম সৈকত, কিশোরগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ শেখ মো. আবু ওয়াহাব ও কাজী আফতাব এবং কিশোরগঞ্জ-৫ মো. হোসেন উদ্দিন হিরা, এড. আইয়ুব, মো. তাজুল ইসলাম তোজা ভৈরবী, মো. আব্দুস ছালাম ও মো. রিয়াজুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App