×

খেলা

ফুটবলের সৌন্দর্য দেখাল জাপান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১১:১৬ এএম

ফুটবলের সৌন্দর্য দেখাল জাপান
ফুটবলে এশিয়ার দলগুলোর সাফল্য নেই বললেই চলে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সেমিফাইনাল খেলা ছিল এশিয়ার সর্বোচ্চ অর্জন। ইউরোপ আর দক্ষিণ আমেরিকান দলগুলোর কাছে খুঁজেই পাওয়া যাচ্ছে না এশিয়ার প্রতিনিধিদের। চলতি বিশ্বকাপেও একই চিত্র লক্ষ্য করা যায়। তবে অন্য কোনো দল না পারলেও জাপান ঠিকই দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা করে নেয়। কিন্তু ইতিহাস সৃষ্টি করতে পারেনি সামুরাই বøুরা। বাদ পড়েছে সেরা ষোলো থেকেই। কিন্তু তারপরও মাথা উঁচু করেই বিশ্বকাপ মিশন শেষ করল আকিরা নিশিনোর শিষ্যরা। সেরা ষোলোর লড়াইয়ে গত সোমবার রাতে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে মাকিতো হাসেবে বাহিনী। শেষ মুহূর্তের গোলে বেলজিয়াম ম্যাচ জিতলেও এটা যে সহজেই অর্জিত হয়নি তা হাড়ে হাড়ে টের পেয়েছে রেড ডেভিসলরা। এ দিন রাশিয়া বিশ্বকাপের ফাইনালের আগে আরেকটি ফাইনাল ম্যাচই দেখল পুরো ফুটবল বিশ্ব। আর সেই সঙ্গে মাথা উঁচু করেই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিল জাপান। বিশ্বকাপ থেকে সামুরাই ব্লুরা বিদায় নিলেও নান্দনিক ফুটবলশৈলী পুরো বিশ্ববাসীর হৃদয় জয় করে নিয়েছে। শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও জাপানি খেলোয়াড়রা সৌন্দর্য রক্ষায় ছিল সচেতন। ড্রেসিংরুম ব্যবহারে তারা যে ভদ্রতার পরিচয় দিয়েছে তা থেকে অন্য দলের খেলোযাড়রা শিক্ষা নেবে বলে ফিফা আশাবাদ ব্যক্ত করেছে। গোলের খেলা ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। যে কোনো সময় তুলনামূলক ছোট দলগুলোও সাফল্য নিজেদের করতে সক্ষম হবে। এর প্রমাণ পাওয়া গেছে চলতি রাশিয়া বিশ্বকাপেই। মেক্সিকো-সুইডেনকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে একে একে বাদ পড়েছে আর্জেন্টিনা, পর্তুগাল এবং স্পেন। বেলজিয়ামেরও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল করে জয় পায় বেলজিয়াম। ‘এইচ’ গ্রুপের খেলায় নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে হারিয়েই ফুটবল বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছিল এশিয়ার প্রতিনিধি জাপান। পরের ম্যাচে সেনেগালকে ২-২ গোলে রুখে দেয়। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রæপ রানারআপ হয়ে তৃতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করে আকিরা নিশিনোর শিষ্যরা। দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ামের কাছে কয়েকটা গোল খাবে জাপান ম্যাচের আগে হয়তো এমন মন্তব্য করছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু রোস্তভ অ্যারেনায় এ দিন দেখা যায় অন্য দৃশ্য। মাঠে নেমে নিষ্প্রভ হয়ে পড়ে বেলজিয়ামের আক্রমণভাগ। আর সেখানে একের পর এক আক্রমণে রেড ডেভিলসদের রক্ষণভাগে বারবার হামলা চালায় তাকাশি ইনুই এবং হোন্ডারা। আর সাফল্যও পায় দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। ম্যাচের ৪৮ এবং ৫২ মিনিটে হারাগুচি এবং তাকাশি ইনুয়ের করা গোলে ২-০তে এগিয়ে যায় জাপান। তবে পরে সমতায় ফিরতে সক্ষম হয় এডেন হ্যাজার্ডরা। অতিরিক্ত মিনিটের খেলা শেষ হবে এমন সময়ে চ্যাডলির করা গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় রবার্তো মার্টিনেজের শিষ্যদের। আর দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিল মাকিতো হাসেবেরা। তবে হেরে গেলেও গ্যালারির সব দর্শকই জাপানের খেলা দেখে বাহবা দিয়েছে। আর পুরো বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছে এশিয়ার প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App