×

খেলা

পেনাল্টির বিশ্বকাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১১:২৯ এএম

পেনাল্টির বিশ্বকাপ
এখনো দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়নি, তবু অনেক রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে রাশিয়ায় অনুষ্ঠিত ২১তম বিশ্বকাপ টুর্নামেন্ট। রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত পেনাল্টি হয়েছে মোট ২৭টি, যার মধ্য ২০টি লক্ষ্যভেদ করেছে এবং ৭টি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সর্বপ্রথম ১৯৯০ সালে বিশ্ববাসী সর্বোচ্চ ১৮টি পেনাল্টি নজির দেখেছিল। এ আসরে এ পর্যন্ত সর্বোচ্চ ২টি করে পেনাল্টি শট নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি কেন, লুকা মড্রিচ, মাইল জেদিনাক, অ্যান্তোনিও গ্রিজমান, আন্দ্রেস গ্রাঙ্কুইভিস্ট, গিলফি সিগারডসন এবং ফাহাদ আল মোয়ালাদ। উল্লেখ্য, এ টুর্নামেন্টে সর্বপ্রথম পেনাল্টি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে ওই ম্যাচটিতে খেলার শুরুতেই তাকে ডি-বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে পাওয়া পেনাল্টি তিনি মিস করেন। এরপর গ্রুপ পর্বে ফ্রান্স-অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় ৫৮তম মিনিটে ভিএআর রিভিউয়ের পর ফ্রান্স পেনাল্টি পায়। ওই ম্যাচটিতে আরো একটি পেনাল্টি দেয়া হয়েছিল। সর্বপ্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে পাওয়া পেনাল্টি তিনি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। মেসি পেনাল্টি মিস করার পরে পেনাল্টি মিস করেন পেরুর মিডফিল্ডার ক্রিস্টিয়ান চুয়েভা। এখন পর্যন্ত যারা পেনাল্টি শট মিস করেছেন তারা হলেন লিওনেল মেসি, কিস্টিয়ান চুয়েভা, গিলফি সিগারডসন, ফাহাদ আল মোয়ালাদ, ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রায়ান রুইজ এবং লুকা মড্রিচ। ফুটবল বিশ্বের ইতিহাসে এর আগে এক আসরে সর্বোচ্চ ১৮টি পেনাল্টির রেকর্ড ছিল ১৯৯০ সালে। এরপর ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপেও সমপরিমাণ পেনাল্টি দেখেছে ফুটবল সমর্থকরা। ফুটবলবোদ্ধাদের মতে, টুর্নামেন্ট শেষ হলে এ পরিমাণ হয়তো দ্বিগুণও হতে পারে। ভিএআর প্রযুক্তির কারণেই প্রতিপক্ষ দলগুলো এত পেনাল্টি পাচ্ছে বলে তারা মনে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App