×

তথ্যপ্রযুক্তি

হাত থেকে পড়লেও ক্ষতি হবে না স্মার্টফোনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০৩:০১ পিএম

হাত থেকে পড়লেও ক্ষতি হবে না স্মার্টফোনের
জার্মানি এক যুবকের হাত থেকে স্মার্টফোন পড়ে যায়। এবং সেটি ক্ষতিগ্রস্থ হয়। তখন সে মনোক্ষুন্ন হয়। ভাবতে থাকে এমন এক পদ্ধতি আবিষ্কার করবে যাতে কখনো ফোনের ক্ষতি না হয়। অবশেষ সফল হলো। দীর্ঘ চার বছরের চেষ্টার পর অবশেষে নিজের লক্ষ্যে ফিলিপ এমন একটি কেস আবিষ্কার করেন যার মধ্যে সেন্সর রয়েছে। ফোন কখন হাত থেকে পড়ে শূন্যে রয়েছে তা বুঝতে পারে এই সেন্সর। আর বুঝতে পারা মাত্র ‘মোবাইল এয়ারব্যাগ’ কেসে থাকা চারটি স্প্রিংকে খুলতে নির্দেশ দেয় এই সেন্সরটি৷ এই স্প্রিংগুলিই ফোন মাটিতে পড়ামাত্র লাফ দিতে সাহায্য করে৷ ফলে, এই নতুন প্রযুক্তি ফোনকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা করে৷ স্প্রিংগুলিকে পরে আবার কেসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ যার অর্থ, আপনি এই পদ্ধতিটি একবার নয়, বারবার ব্যবহার করতে পারবেন৷ তবে, এখনও পর্যন্ত ‘মোবাইল এয়ারব্যাগ’ বা এডি কেস বাজারে আসেনি৷ যদিও, ফ্রেনজেল এই অভিনব কেসটির পেটেন্ট পেয়ে গিয়েছেন৷ জার্মান সোসাইটি অফ মেক্যাট্রনিকসের পক্ষ থেকে ২০১৮ সালে তাঁকে পুরষ্কৃতও করা হয়েছে৷ জানা গেছে, এই কেসের আবিষ্কর্তা এই অত্যাধুনিক মোবাইল রক্ষাকারী কেসটিকে বাজারে আনার পরিকল্পনা করছেন৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App