×

খেলা

সুইজারল্যান্ডকে বিদায় করে শেষ আটে সুইডেন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১০:০৫ পিএম

সুইজারল্যান্ডকে বিদায় করে শেষ আটে সুইডেন
মাঠে খেলায় প্রায় প্রতিটি বিভাগেই সুইডেন থেকে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। কিন্তু শেষ হাসির জন্য যা দরকার, তাই-ই করে দেখাতে পারলো না তারা। যেটি করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল সুইডেন। মানে সুইসদের বিপক্ষে এমিল ফোর্সবার্গের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে ১৯৯৪ সালের বিশ্বকাপের পর আবারও শেষ আটে উঠলো সুইডেন। শেষ ষোলোর ম্যাচে সেইন্ট পিটার্সবুর্গে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় সুইডেন-সুইজারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধ বল পজিশনে সুইজারল্যান্ড বেশ এগিয়ে ছিল। তবে গোল করতে সক্ষম হয়নি দলটি। অপরদিকে সুইসদের থেকে আক্রমণে কোনো অংশেই কম ছিল না সুইডেনের। কিন্তু তারা গোলবঞ্চিত থাকে। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় তাদের। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে এমিল ফোর্সবার্গের দুর্দান্ত গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে যায় সুইডেন। দূরপাল্লার শটে তিনি দলকে ১-০তে লিড পাইয়ে দেন। পরে সুইজারল্যান্ড অনেক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয়। উল্টো ম্যাচে যোগ করা সময়ে আরও একটি গোল হজম করতে বসেছিল তারা। তবে ভিএআর প্রযুক্তির কল্যাণে পেনাল্টি থেকে ফ্রি-কিকের সিদ্ধান্তে সরে আসেন রেফারি। সুইডেন রাতের অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও কলম্বিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App