×

জাতীয়

মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ১০:৩৬ পিএম

মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করে সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য ডিজিটাল পদ্ধতিতে জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করে সংরক্ষণের জন্য ‘বীরের কণ্ঠে বীরগাঁথা‘ নামে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংরক্ষিত আসনের সদস্য রওশন আরা মান্নানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, দেশের অভ্যন্তরে বছরে একবার হাওয়া বদল, কন্যার বিবাহভাতা, চিকিৎসা সেবাসহ মুক্তিযোদ্ধারা অন্তত ২৮ ধরনের সুবিধা পাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App