×

আন্তর্জাতিক

বিকল্প ইন্টারনেট বানাচ্ছে রাশিয়া-চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ১০:৩৩ পিএম

বিকল্প ইন্টারনেট বানাচ্ছে রাশিয়া-চীন

যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে নিজেদের ব্যবহারের জন্য বিকল্প ইন্টারনেট তৈরি করতে যাচ্ছে রাশিয়া ও চীন। খবর ডেইলি সাবাহার।

রাশিয়া সরকার ও চীন সরকারের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে সোমবার একটি রাশিয়ান গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, রাশিয়া নিজস্ব রুট নেম সার্ভার তৈরি করছে; যেটিকে চূড়ান্তভাবে বিকল্প ইন্টারনেট বলা হয়। আর এ জন্য চীন সব রকম সহায়তা করছে।

রাশিয়া কর্তৃপক্ষ মূলত চীনের বিখ্যাত ফায়ারওয়ালের জনক ফ্যান বিংজিংয়ের উদ্ভাবনীতে প্রভাবিত হয়ে এ উদ্যোগ নিয়েছে। ফ্যান বিংজিং 'সাইবার সভেরিনটি' (সাইবার সার্বভৌমত্ব) উদ্ভাবনীর জন্য বিখ্যাত।

তবে নিজস্ব এ ইন্টারনেট ব্যবস্থা রাশিয়া একা ব্যবহার করবে না। তারা ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকেও ব্যবহার করতে দেবে।

রাশিয়ার মতে, বর্তমান বিশ্বে ইন্টারনেটের সব রকম নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। তারা চাইলে যে কোনো দেশের ইন্টার ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। এজন্য যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে এ চেষ্টা করছে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App