×

তথ্যপ্রযুক্তি

জেনে নিন কত সময় ব্যয় করছেন ফেসবুকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০২:৫৭ পিএম

জেনে নিন কত সময় ব্যয় করছেন ফেসবুকে
তরুণ প্রজন্মের মাঝে অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক । যেখানে কেটে যায় দিন-রাতের অধিকাংশ সময় । সব মিলিয়ে দিনের কতটা সময় আপনি ফেসবুকে থাকেন তা নিজেই জানবেন। সম্প্রতি ফেসবুক নতুন একটি ফিচার চালু করেছে। ‘ইয়োর টাইম ওন ফেসবুক’ সেখানেই পাওয়া যাবে এ সুবিধা। এই নতুন ব্যবস্থাই আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেধে দিতে পারবেন ফেসবুকের জন্য ৷ সেই সময় অতিক্রম হলেই আপনাকে জানান দেবে ‘ইয়োর টাইম ওন ফেসবুক’ ৷ শুধু তাই নয়, ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷ সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷ এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App