×

জাতীয়

কালাইয়ে খাবার পানির দাবিতে কলসি নিয়ে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০২:০০ পিএম

কালাইয়ে খাবার পানির দাবিতে কলসি নিয়ে মানববন্ধন
পল্লী উন্নয়ন একাডেমির সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্পে আবাসিক বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অর্ধ কোটি টাকা ব্যয়ে সরকারি ওভার হেড ট্যাংকিসহ গভীর নলক‚পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের প্রতিবাদে বালতি ও কলসি নিয়ে সুবিধাভোগী গ্রামবাসী মানববন্ধন করেছেন। গতকাল রবিবার উপজেলার হারুঞ্জা গ্রামে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জানা গেছে, প্রায় ৪ বছর আগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ৬৮ লাখ টাকা ব্যয়ে উপজেলার হারুঞ্জা মৌজায় ‘আইডাবিøউএম-আরডিএ’ প্রকল্প বাস্তবায়ন করে। এ কার্যক্রমের আওতায় একটি গভীর নলক‚প, ওভার হেড ট্যাংক, বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার সিস্টেম স্থাপন, মার্কেটিং ফ্লোর তৈরি, খাবার পানি সরবরাহ ও ভ‚-গর্ভস্থ সেচ নালা স্থাপনসহ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। প্রকল্পের সভাপতি ও অপারেটর মহসিন আলী মাসুদ জানান, মিথ্যা অভিযোগের ভিত্তিতে উপজেলা সেচ কমিটি এ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্নকরণের জন্য তাকে একটি চিঠি দিয়েছে। কেননা, অভিযোগকারী আনিছুর রহমানের নামে কোনো গভীর নলক‚প নেই। তিনি আরো জানান, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির অর্থায়নে ৪ বছর আগে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের অধীনে শত শত আবাসিক বাড়িতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। তার দাবি, প্রকল্পের মালিক সরকারি সংস্থা ‘পল্লী উন্নয়ন একাডেমি’। তিনি এর রক্ষণাবেক্ষণ করার জন্য নিয়োগপ্রাপ্ত একজন অপারেটর মাত্র। বর্তমান ওই প্রকল্পের অধীনে শত শত আবাসিক বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ এবং ৭ একর জমিতে আগামী আমন মৌসুমের বীজতলা তৈরিসহ বেগুন-করলা আবাদ চলমান আছে। উপজেলা সেচ কমিটির সভাপতি এবং ইউএনও মো. আফাজ উদ্দিন জানান, প্রকল্পটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে। কেননা, এরা সেচ কমিটির কাছ থেকে অনুমোদন নেয়নি। এ ব্যাপারে পল্লী উন্নয়ন একাডেমিকে চিঠি দেয়া হলেও তারা কোনো জবাব দেয়নি। প্রকল্পের সভাপতি ও অপারেটর মহসিন আলীকে যোগাযোগ করতে বলা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা উপজেলা সেচ কমিটি অনুমোদন করেছে। তিনি আরো জানান, জনদুর্ভোগ বন্ধে বিকল্প বৈধ ব্যবস্থা আছে। এ ব্যাপারে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App