×

বিনোদন

কেমন সাড়া পেল ঈদের নাটক?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৮, ০৩:৫৭ পিএম

কেমন সাড়া পেল ঈদের নাটক?
প্রতি বছরের মতো এবারের ঈদেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছে তিন শতাধিক নাটক, টেলিছবি ও ধারবাহিক। এর মধ্যে কিছু নাটক-টেলিছবির মান নিয়ে যেমন সমালোচনা আছে, আবার কিছু নাটক-টেলিছবি ভীষণ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। তবে নাটক দেখার প্লাটফর্ম এখন বদলে গেছে। বেশিরভাগ দর্শক নাটক দেখছেন ইউটিউবে। ঈদের দুই সপ্তাহ পরও ইউটিউবে ঈদের নাটক দেখছেন দর্শক। কোনো কোনো নাটক ইউটিউবে ৩০ লাখেরও বেশি দর্শক দেখেছেন। আবার কিছু নাটক বেশি ভিউয়ার না হলেও মানসম্পন্ন বলে প্রশংসা কুড়িয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জুনিয়র প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ রায় বলেন, ‘বাংলাদেশে সব সময়ই নাটকের দর্শক ছিল, এখনো আছে। আর ঈদ উৎসব মানেই তো নতুন নাটক। এখন প্রচুর দর্শক বাংলাদেশের নাটক দেখেন। ইউটিউবে কোনো কোনো নাটকের ভিউয়ার তো ৪০ লাখেরও বেশি। এখন অনেক ভালো মানের নাটক নির্মিত হচ্ছে। আগে চ্যানেল কম ছিল, এখন চ্যানেল বেশি হওয়াতে নাটক নির্মাণের সংখ্যা বেড়েছে। নাটকের দর্শক আছে এবং লাখ লাখ দর্শক বাংলাদেশের নাটক দেখছেন।’ এবারের ঈদে প্রশংসিত নাটকের মধ্যে রয়েছে সোহেল রানা ইমন পরিচালিত ‘ওপেন টি বায়োস্কোপ’। এই নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ফারহানা মিলি। গত ঈদে ‘বড় ছেলে’ নাটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন মিজানুর রহমান আরিয়ান। এই নির্মাতা এবারের ঈদেও শীর্ষে রয়েছেন। আরিয়ানের পরিচালনায় ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটি প্রশংসিত হয়েছে। ইউটিউবে ৩০ লাখেরও বেশি দর্শক এটি দেখেছেন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন। এই টেলিছবিতে গান গেয়েছেন মাহতিম শাকিব। গানটির শিরোনামও ‘বুকের বাঁ পাশে’। লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। ঈদের আলোচিত নাটকের মাঝে রয়েছে সাগর জাহান পরিচালিত ‘মাছের দেশের মানুষ’। এই নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সাজ্জাদ সুমন পরিচালিত ‘ক্লাসলেস মোখলেস’ এবারের ঈদে প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে ১০ দিনে ১০ লাখেরও বেশি দর্শক এটি দেখেছেন। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা ঘোষ প্রমুখ। এ ছাড়া আলোচনা তৈরি করেছে জাহিদ হাসান পরিচালিত ‘যে মাসে সুখ থাকে’, গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’। লাক্স নিবেদিত একক নাটক ‘বিবাহ কলহ, শামস করিম পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’। শিহাব শাহীন পরিচালিত ‘কিছু দুঃখ সবারই থাকে’। সাজ্জাদ সুমন পরিচালিত ‘কলুর বলদ’। মুরসালিন শুভ পরিচালিত ‘তোমাকে চাই’। শাফায়েত মরসুর রানা পরিচালিত ‘সব মিথ্যে সত্যি নয়’। আলমগীর রুম্মান পরিচালিত ‘গুলজার’। ইমেল হোক পরিচালিত ‘নাইট ওয়াচম্যান’। শিহাব শাহীন পরিচালিত ‘এই শহরে কেউ নেই’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘হোম টিউটর’। তানিম পারভেজের পরিচালনায় ‘নীরার নীল আকাশ’। জাকারিয়া শৌখিন পরিচালিত ‘জলসাঘর’। হিমেল আশরাফের পরিচালনায় ‘শাড়ি’। আরএইচ সোহেল পরিচালিত ‘সোনা বৌ’। সাগর জাহান পরিচালিত ‘নীল গ্রহ’। মুরসালিন শুভ পরিচালিত ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’। শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’। জাহিদুর রহমান পরিচালিত ‘জীবন বাবুর চিঠি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App