×

খেলা

ব্রাজিলে সাম্বার ঢেউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ০৩:৪৬ পিএম

ব্রাজিলে সাম্বার ঢেউ
ফুটবলে নিজ দেশের জয়ে সাপোর্টাররা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে জয় উদযাপন করেন। কিন্তু জয় যেখানে ব্রাজিলের সেখানে তো সাম্বা নৃত্য ছাড়া কিছু চিন্তাই করা যায় না। চলমান রাশিয়া বিশ^কাপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় গ্যালারিতে আনন্দের জোয়াড়ে নিজেদের গা ভাসাচ্ছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। আর সেই সঙ্গে ব্রাসিলিয়া, রিও ডি জেনিরিও, সাও পাওলো এবং সালভাদরসহ বেশ কয়েকটি ব্রাজিলের বড় শহরের জনগণ মেতে উঠেছেন দেশের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যে। রাশিয়ার বিশ^কাপে গ্রæপ পর্বের খেলা শেষ হয়েছে। নিজেদের যোগ্যতায় দ্বিতীয় রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করেছে শীর্ষ ১৬টি দল। সেরা ষোলোতে অন্যান্য দলের সঙ্গে নিজেদের জায়গাটা নিশ্চিত করেন তিতের শিষ্যরা। ‘ই’ গ্রুপের খেলায় নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়নরা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে সার্বিয়ার বিপক্ষে ড্র-ই যথেষ্ট ছিল। তবে পলিনহো এবং থিয়াগো সিলভার গোলে ২-০ তে জয় পায় দক্ষিণ আমেরিকান দলটি। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে মিরান্দার দল। এ জয়ের ফলে রাশিয়ার স্পার্টাক স্টেডিয়ামে আনন্দের জোয়াড়ে নিজেদের গা ভাসান ব্রাজিলিয়ান সমর্থকরা। কিন্তু গ্যালারিতে জয় উদযাপন ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে গেলেও দীর্ঘ সময় ধরে আনন্দে মেতে উঠেছে দক্ষিণ আমেরিকায় অবস্থানরত ব্রাজিলিয়ান জনগণ। রাশিয়াতে উপস্থিত থাকতে না পারলেও বড় পর্দা এবং টিভি সেটের সামনে ঠিকই নিজ দেশের খেলা উপভোগ করেন দেশের সর্বস্তরের জনগণ। জয়ের পরে আনন্দের মাত্রা ষোলোআনা পূর্ণ করতে কয়েকটি শহরে তো ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যের আয়োজন করা হয়। গত বুধবার নেইমারদের জয়ের পর রিও ডি জেনিরিওর মারাকানা ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কয়েকজন নারী প্রথম সাম্বা নৃত্যের মাধ্যমে জয় উদযাপন করা শুরু করে। এরপর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, সাও পাওলো এবং সালভাদরসহ বিভিন্ন প্রধান শহরে সাম্বা নৃত্যে মেতে ওঠে সমর্থকরা। সাম্বা নৃত্য হচ্ছে ব্রাজিলের অনেক পুরনো নৃত্য। ইতিহাসে জানা যায়, ষষ্ঠদশ শতকে ব্রাজিলের কৃষ্ণাঙ্গরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে এ নৃত্য প্রথম প্রদর্শন করে। এরপর থেকে ক্রমেই জনপ্রিয়তা পায় ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য। এমনকি ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ২০তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানটিও শুরু হয়েছিল সাম্বা নৃত্যের মাধ্যমে। শুধু বিশ্বকাপ নয়, ব্রাজিলের ফুটবল জয় থেকে শুরু করে সর্ব ধরনের অনুষ্ঠানে সাম্বা নৃত্য প্রাধান্য পায়। রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে হেক্সা মিশনধারীরা। ২ জুলাই রাশিয়ার সামারা অ্যারেনা ফুটবল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App