×

তথ্যপ্রযুক্তি

২ জুলাই বাজারে আসছে নোকিয়া ৩.১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ০৪:৩৬ পিএম

২ জুলাই বাজারে আসছে নোকিয়া ৩.১
নোকিয়ার নতুন স্মার্টফোন ৩.১ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে আগামী ২ জুলাই থেকে। অ্যামাজন আর বেস্ট বাই থেকে এটি কেনা যাবে।এবারের ডিজাইন ফ্ল্যাগশিপ গ্রেড প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে এবং রয়েছে ডায়মন্ড কাট এলুমিনিয়াম এজ ও ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস ৩। এটি কম্প্যাক্ট কিন্তু পাওয়ারফুল ডিভাইস। ফিনিশ প্রযুক্তি প্রতিষ্ঠান এইচএমডি’র বানানো নোকিয়া ৩-এর আপডেটেড সংস্করণ হিসেবে নোকিয়া ৩.১ উন্মোচন করা হয়। এতে রাখা হয়েছে ৫.২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে ও মিডিয়াটেক ৬৭৫০ অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। ২জিবি র‍্যামের এই স্মার্টফোনে ১৬জিবি স্টোরেজ সুবিধা রাখা হয়েছে। কী কী থাকছে নকিয়া ৩.১ ?
  • স্মার্টফোনটিতে থাকছে ৫.২ ইঞ্চি এইচডি ১৮:৯ ডিসপ্লে।
  • মিডিয়াটেক ৬৭৫০এন অক্টাকোর চিপসেট ।
  • ২/১৬ জিবি অথবা ৩/৩২ জিবি ভ্যারিয়েন্ট।
  • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট।
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ২৯৯০ মিলি অ্যামপিয়ার ব্যাটারি।
  • স্মার্টফোনটিতে থাকছে না কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।
  • এতে আরও থাকছে এন্ড্রয়েড ওয়ান (অরিও ৮.০) ডিভাইস।
যুক্তরাষ্ট্রে এ স্মার্টফোনের দাম শুরু হবে ১৫৯ ডলার থেকে, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর একটি প্রতিবেদনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App