×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় ৫ তৃণমূল নেতার মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ১২:৩৩ পিএম

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় ৫ তৃণমূল নেতার মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় তৃণমূলের পাঁচ নেতাসহ ছয়জন নিহত হয়েছে। বুধবার কান্দি থেকে দিঘা যাওয়ার পথে পর্যটকদের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছয় পর্যটক নিয়ে বোলেরো গাড়িটি মুর্শিদাবাদের কান্দি থেকে আসছিল। আরোহীদের পাঁচজন কান্দির তৃণমূল নেতা ও পঞ্চায়েতের বিভিন্ন পদে ছিলেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হঠাৎই বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয় এক যুবক জানান, বাসটি একটি লরিকে ওভারটেক করতে গেলে উল্টোদিক থেকে প্রচণ্ড গতিতে আসা গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশেরও অনুমান, বাসটি ওভারটেক করতে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। গাড়িটির গতিও তখন খুব বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ১১৬-বি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ফলে রাস্তার দু’দিকে খুঁড়ে ফেলা হয়েছে। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ওই এলাকার রাস্তা খারাপ। গাড়ির গতি বেশি থাকায় সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা, পুলিশ তা তদন্ত করে দেখছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App