×

আন্তর্জাতিক

কেনিয়ার রাজধানীতে আগুন, নিহত ১৫

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ০৬:৩০ পিএম

কেনিয়ার রাজধানীতে আগুন, নিহত ১৫
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বাজারে আগুন লেগে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। বিবিসি জানায়, বুধবার গভীর রাতে জিকোম্বা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এটি কেনিয়ার সর্ববৃহৎ খোলা বাজার। এখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, স্থানীয় সময় বুধবার রাত আড়াইটায় আগুন লাগে এবং তা দ্রুত আশেপাশের অ্যাপার্টমেন্ট ও দোকানে ছড়িয়ে পড়ে। দেড় ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। মালামাল বাঁচাতে গিয়ে অনেকেই বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন এবং দগ্ধ হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যবহৃত পোশাক, জুতা এবং শাকসবজি বিক্রির জন্য বাজারটি বেশ পরিচিত। আগুনে কাঠের দোকানগুলো পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App