×

খেলা

ফ্রান্স ও ডেনমার্কশেষ ষোলোতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ১২:২৯ পিএম

ফ্রান্স ও ডেনমার্কশেষ ষোলোতে
প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ফ্রান্সের জয়রথ থামিয়েছে ডেনমার্ক। গতকাল ফ্রান্স এবং ডেনমার্কের মধ্যকার ‘সি’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। এ ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডের টিকেট পেল দিদিয়ের দেশ্যামের দল। অন্যদিকে ফ্রান্সের সঙ্গে ম্যাচটি ড্র করার ফলে ‘সি’ গ্রুপের রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করেছে ডেনমার্ক। কেননা এ দিন গ্রুপটির অন্য ম্যাচে পেরুর কাছে ২-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়া। বিশ^ ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স। তবে এখন পর্যন্ত কেবল একবার শিরোপা জিততে পেরেছে তারা। তাও ১৯৯৮ সালে। এরপর আরো ৪টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেছে। কিন্তু শিরোপা জেতা সম্ভব হয়নি ইউরোপের দেশটির। এর মধ্যে অবশ্য ২০০৬ সালের বিশ্কাবপের ফাইনালে ইতালির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হওয়ার লক্ষ্যকে সামনে রেখে বেশ শক্তিশালী দল নিয়েই রাশিয়া বিশ্বকাপে খেলতে এসেছে জিনেদিন জিদানের উত্তরসূরিরা। কোচ দিদিয়ের দেশ্যামের দলটি রাশিয়া বিশ্বকাপের শুরুটাও করে দারুণভাবে। বিশ্বকাপে নিজেদের প্রথম অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পায় ফ্রান্স। ফলে এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছিল পল পগবাদের। আগেই শেষ ষোলোতে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাওয়ায় মঙ্গলবার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনে দল সাজান ফ্রান্স কোচ দিদিয়ের দেশ্যাম। গতকাল ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে শুরুর একাদশে খেলেননি পল পগবা, হুগো লরিস, উমতিতি এবং কিলিয়ান এমবাপ্পে। এদের না থাকাটা অবশ্য বেশ প্রভাব ফেলেছে ম্যাচের ফলাফলেও। মস্কোর লুজনিয়াকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পল পগবা, উমতিতি এবং কিলিয়ান এমবাপ্পেদের পরিবর্তে শুরুর একাদশে খেলতে নামা খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন তাদের ওপর কোচের আস্থার প্রতিদান দিতে। মঙ্গলবার ম্যাচের প্রথম ২৫ মিনিট ডেনমার্কের গোলমুখে শটই নিতে পারেনি ফ্রান্সের আক্রমণের খেলোয়াড়রা। অন্যদিকে ম্যাচের ২৯তম মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার টমাস ডেলানেয় গোলের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন লক্ষ্যভেদ করতে। ৩৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে কেবল হতাশাই বাড়ে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফাঁকা জায়গায় বল পান গ্রিজম্যান। কিন্তু লাইন্সম্যান অফসাইডের নির্দেশ দিলে এবারো সুযোগ হাতছাড়া হয় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। গোলশূন্যভাবে শেষ হওয়া ম্যাচটির দ্বিতীয়ার্ধেও খুব একটা উত্তেজনা ছিল না। শুরুর একাদশে না নামালেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে ওসমান ডেম্বেলের পরিবর্তে আগের ম্যাচে গোল পাওয়া এমবাপ্পেকে মাঠে নামান দেশ্যাম। কিন্তু এদিন গোল করতে ব্যর্থ হয়েছেন এ পিএসজি তারকাও। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সের খেলোয়াড়দের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App