×

আন্তর্জাতিক

রোহিঙ্গা নিধনে অভিযুক্ত জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে মিয়ানমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ০৩:৪৩ পিএম

রোহিঙ্গা নিধনে অভিযুক্ত জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে মিয়ানমার
রাখাইনে রোহিঙ্গা নিধনে অভিযুক্ত এক জেনারেলকে বরখাস্ত করেছে মিয়ানমার। সোমবার মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে তারা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রোহিঙ্গা নিধনে বর্বর প্রচারণা চালিয়েছেন। সোয়েসহ মিয়ানমারের ৭ কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন-ইউ ও কানাডার নিষেধাজ্ঞা জারির পর মিয়ানমার এ পদক্ষেপ নিল। তবে বিশ্লেষকদের ধারণা, বহির্বিশ্বের অপ্রত্যাশিত চাপ থেকে রেহায় পেতে এ ধরণের পদক্ষেপ নেয়া শুরু করেছে মিয়ানমার। সোমবার এক ফেসবুক পোস্টে জেনারেল মং মং সোয়েকে বরখাস্তের খবর জানান দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং। যদিও সোয়েকে বরখাস্তের কারণ কি সেটা নিয়ে কিছু বলেননি। তবে দেশটির সেনাপ্রধান বলেছেন, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইনে পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণে জেনারেল সোয়েকে বরখাস্ত করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলছে, মিয়ানমার রোহিঙ্গা নিধনে সেনাদের দায়বদ্ধতা স্বীকার না করলেও এ অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারছে না। রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর সেনাবাহিনীর বর্বরতা চালানোর অনেক প্রমাণ সংগ্রহ করেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা সংকট শুরু হলে তাকে পরিকল্পিত সেনা অভিযান ও জাতিগত নিধনযজ্ঞ বলে আখ্যা দেয় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সে সময় ইউরোপীয় ইউনিয়ন-ইইউ জানায়, রাখাইনে বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য জেনারেল সোয়ে দায়ী। কারণ তিনি রাখাইনে সংকট শুরুর সময় কালে পশ্চিমাঞ্চল কমান্ডের দায়িত্বে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App