×

বিনোদন

সিনেমা থেকে টিভিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০১:২৬ পিএম

সিনেমা থেকে টিভিতে
সিনেমা থেকে টিভিতে
সিনেমা থেকে টিভিতে
সিনেমা থেকে টিভিতে
সিনেমা থেকে টিভিতে
সিনেমা থেকে টিভিতে
এই জুটিদের দেখা যেত রুপালি পর্দায়। গ্ল্যামারের ছটায় তারা ছিলেন উদ্ভাসিত। তারাই এখন ছোটপর্দার কম চাকচিক্যের প্রডাকশনে দেখা দিচ্ছেন। ছবিঘরের করতালিমুখর দুনিয়ায় ছিল তাদের বিচরণ। এখন বিজ্ঞাপন বিরতির ফাঁকে ফাঁকে প্রচারিত হয় তাদের নাটক ও টেলিফিল্ম। এবারের ঈদেও সিনেমার কিছু জুটি টেলিভিশনের দর্শকদের বিনোদিত করলেন। এই প্রতিবেদনে এমন কিছু জুটির কথা বলা হবে যারা ইদানীং সিনেমা থেকে পাড়ি দিয়েছেন টেলিভিশনে।লিখেছেন এম রহমান
পূর্ণিমা-ইমন পূর্ণিমা ও ইমন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বড়পর্দায়। বছর আটেক আগে ইমন-পূর্ণিমাকে নিয়ে জুটি গড়ার একটা প্রচেষ্টা করা হয়। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সবাই তো ভালোবাসা চায়’ ছবিতে ইমনের প্রেয়সী ছিলেন পূর্ণিমা। এরপর আহমেদ নাসির পরিচালিত ‘মায়ের জন্য পাগল’ ছবিতেও পূর্ণিমার জন্য পাগল হয়েছিলেন ইমন। কিন্তু এই দুজন সিনেমায় আগের মতো ব্যস্ত নন। পূর্ণিমা একেবারেই সিনেমা থেকে দূরে। এই জুটি ফিরে এসেছেন। কিন্তু বড়পর্দায় নয়, ছোটপর্দায়। রুম্মান রশীদ খানের রচনায় এবং মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় এই ঈদে দর্শকরা পূর্ণিমা-ইমনকে দেখেছেন টিভিতে। এতে চিত্রশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনারের চরিত্রে অভিনয় করেন পূর্ণিমা। আর ইমন অভিনয় করেন প্রবাসে বসবাসরত একজন বাঙালি লেখকের চরিত্রে। এর আগে ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ টেলিফিল্মেও জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তারা। রিয়াজ-নিপুণ রিয়াজ ও নিপুণ দুজনই বড়পর্দার তারকা বলে পরিচিত। ২০০৯ সালে মুক্তি পাওয়া মোহাম্মদ হোসেন পরিচালিত ‘চাঁদের মতো বউ’ ছবিতে রিয়াজ ও নিপুণ একসঙ্গে অভিনয় করেন। ‘শুভ বিবাহ’ ছবিতেও রিয়াজ-নিপুণ ছিলেন সহকর্মী। যদিও নিপুণের বিপরীতে ছিলেন ফেরদৌস। কিন্তু রিয়াজ-নিপুণ এখন আর বড়পর্দার দর্শকদের জন্য নন, কাজ করছেন ছোটপর্দার দর্শকদের জন্য। নাটক ও টেলিফিল্ম দুই ধরনের প্রডাকশনেই তাদের পাওয়া যায়। আরিফ এ আহনাফ পরিচালিত ‘সুপারস্টার’, আবীর খান পরিচালিত ‘কনফিউশন’ এবং নবী পরিচালিত ‘শুভ গমন’-এ রিয়াজ-নিপুণ জুটিকে দেখেছেন দর্শকরা। ‘সুপারস্টার’-এ নিপুণকে চিত্রনায়িকা আর রিয়াজকে দেখা যায় চলচ্চিত্র পরিচালকের ভ‚মিকায়। ‘কনফিউশন’-এ রিয়াজ গোয়েন্দা। ‘শুভ গমন’-এ তাদের দেখা গেছে ধর্মভীরু দম্পতির ভ‚মিকায়। এ ছাড়া ফেরদৌস হাসানের রচনায় ও পরিচালনায় ‘নিলাম বউ’তেও রিয়াজ-নিপুণকে অভিনয় করতে দেখা গেছে। রিয়াজ-পপি একদিকে রিয়াজ-শাবনূর, আরেকদিকে শাকিল-পপি; দুই জুটি ছিলেন একই সময়ে বিপুল আলোচিত। এই জুটি দুটিকে ভেঙে রিয়াজ-পপি ও শাকিল-শাবনূর জুটি গড়া হয়। রিয়াজ-পপি একসঙ্গে প্রথম অভিনয় করেন মহম্মদ হাননান পরিচালিত ‘বিদ্রোহ চারিদিকে’ ছবিতে। প্রায় দেড় দশক আগের ঘটনা এটি। এরপর দুজনে মিলে ‘ক্ষ্যাপা বাসু’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘মেঘের কোলে রোদ’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। এসব ছবি মুক্তিলাভের পর অনেক বছর কেটে গেছে। সিনেমায় পপির ব্যস্ততা তেমন নেই। রিয়াজ পুরোমাত্রায় টেলিভিশনের নায়ক। চুটিয়ে কাজ করছেন তিনি। রিয়াজ-পপি ‘মেম সাহেব’ শিরোনামের একটি টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এটা প্রায় ১০ বছর আগের কথা। টেলিফিল্মটি পরিচালনা করেছিলেন টিভি ও সিনেমার নির্মাতা এস এ হক অলিক। দীর্ঘ বছর বিরতির পর ‘তবুও তুমি আমার’ শিরোনামের একটি নাটকে রিয়াজ-পপিকে দেখা যায়। নাটকটি রচনা করেছিলেন ফারুক হোসেন। পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ। আমিন-পপি পপির প্রথম ছবিতেই নায়ক ছিলেন আমিন খান। কিন্তু পপির বিপরীতে ছিলেন না আমিন। তিনি ছিলেন সঙ্গীতার নায়ক। পপি ছিলেন ওমর সানীর বিপরীতে। পরে আমিন-পপি জুটিবদ্ধ হয়ে অনেক ছবি করেছেন। ‘রবি মাস্তান’, ‘তোমার জন্য ভালোবাসা’, ‘লুটপাট’, ‘মন দিওয়ানা’, ‘স্বামী আমার বেহেশত’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন আমিন-পপি। জুটি হিসেবে তারা মোটামুটি আলোচিত ছিলেন। সময়ের অতিক্রমে এখন তারা সিনেমায় ব্যস্ত নন। তারা সিনেমায় পড়ে না থেকে টিভিতেও সময় দেন। কখনো কখনো কাজ করেন ছোটপর্দার ভক্তদের জন্য। আলাদাভাবে যেমন কাজ করেন, দুজন একফ্রেমে কাজ করতেও আপত্তি তোলেন না। ‘লাভ স্পিড’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেন এই তারকা জুটি। জিএম সৈকতের পরিচালনায় এই টেলিফিল্মের পাশাপাশি একই নির্মাতার নির্দেশনায় ‘নবনিতা তোমার জন্য’ নামে ঈদের বিশেষ ধারাবাহিক নাটকেও দেখা গেছে আমিন-পপিকে। আমিন-তমা আমিন-তমা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন অনন্ত হিরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ ছবিতে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু খুব একটা ব্যবসা করতে পারেনি ছবিটি। ওই ছবি মুক্তির পর আমিন খান এখন সিনেমায় অনিয়মিত। তমা মির্জাও নন তেমন ব্যস্ত। তারা মাঝেমধ্যে নাটকে, টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের সঙ্গে বন্ধনটা ধরে রাখেন। আমিন-তমা টিভিতে জুটিবদ্ধ হয়ে একটি সিক্যুয়েল টেলিফিল্মে অভিনয় করেন। ‘হবু জামাই’ এবং ‘নায়ক জামাই’ নামের দুটি টেলিফিল্মে তারা অভিনয় করেন। টেলিফিল্ম দুটি পরিচালনা করেন রবিন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App