×

জাতীয়

চিকিৎসার অভাবে চোখ হারাতে বসেছেন হাজেরা বেগম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০১:০৬ পিএম

চিকিৎসার অভাবে চোখ হারাতে বসেছেন হাজেরা বেগম
হাজেরা বেগম। বয়স ৩২। কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের দুই সন্তানের জননী, অসহায় বিধবা। ২০১৫ সালের জুলাই মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় স্বামী মারা যান দুই সন্তান রেখে। স্বামী মারা যাওয়ার পর থেকে পেটের দায়ে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় সহায়-সম্বলহীন এ বিধবাকে। চলতি বছর মে মাসে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে ধান ছিটকে পড়ে তার বা চোখে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়ে দিনকে দিন সেটি বড় হতে হতে বিশাল আকার ধারণ করেছে। ভেতরে তৈরি হয়েছে ক্ষত। ফলে নষ্ট হতে চলেছে তার একটি চোখ। চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিয়েছেন। কিন্তু স্বামীহারা সহায়-সম্বলহীন ওই বিধবার পক্ষে সেই অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। এতে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে চোখ হারাতে বসেছেন ৩২ বছর বয়সী হাজেরা বেগম। বিধবা হাজেরা উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী। তার এক ছেলে মাঝারুল ইসলাম কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ও এক মেয়ে সানজিদা খানম একই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে। ছোট্ট একটি ভাঙা ঘরে থাকে তিন সদস্যের এ পরিবার। দিন এনে দিন খেয়ে চলে তারা। যন্ত্রণায় হাজেরার চোখ দিয়ে পানি ঝরছে। বন্ধ হয়ে গেছে তার একটি চোখ। নিচের অংশে তৈরি হয়েছে ক্ষত। হাজেরা জানান, চোখটি সারাক্ষণ চুলকায়। যন্ত্রণায় স্থির থাকতে পারেন না। রাতে ঘুমাতেও পারেন না। এ কারণে বেশ কিছু দিন ধরে অন্যের বাড়িতে কাজে যাওয়াও বন্ধ রয়েছে। চোখের ক্ষতটি ক্রমেই বড় হয়ে এমন অবস্থা হয়েছে। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে দেখালে চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিয়ে ঢাকার ইসলামী চক্ষু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক তিনি এখন ইসলামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন। কুমিল্লা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. নৃপেন্দ্র রায় বলেন, এটি ক্ষত হয়ে মেলানোমায় পরিণত হয়েছে। কয়েকটি ধাপে এর অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসার জন্য সমাজের হৃদয়বানদের কাছে সহযোগিতা চেয়েছেন হাজেরা। কেউ সহযোগিতা করতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে যোগাযোগ করতে পারেনÑ ০১৮৭২০৮৮২৯০।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App