×

খেলা

আবারো সেই কুতিনহো

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২২ জুন ২০১৮, ১০:৫৯ পিএম

আবারো সেই কুতিনহো

কোস্টারিকার বিপক্ষে গোল করার পর কুতিনহোর উল্লাস

আবারো সেই কুতিনহো

কোস্টারিকার বিপক্ষে গোল করার পর কুতিনহোর উল্লাস

আবারো সেই কুতিনহো
আবারো সেই কুতিনহো

কোস্টারিকার বিপক্ষে গোল করার পর কুতিনহোর উল্লাস

হেক্সা জয়ের লক্ষ্যকে সামনে রেখে রাশিয়ায় খেলতে এসে প্রথম ম্যাচেই হোঁচট খায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ওই ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল নেইমাররা। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি এসেছে ওইঙ্গার ফিলিপে কুতিনহোর পা থেকে। শুক্রবার  ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেছেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দারুণ এক গোল করে সেলেকাওদের আনন্দে ভাসান কুতিনহো। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলেও ব্রাজিল সমর্থকদের কাছে নায়কে পরিণত হন বার্সেলোনা তারকা। ফিলিপে কুতিনহো নামটা কয়েক মাস আগেও ফুটবলপ্রেমীদের কাছে অনেকটাই অপরিচিত ছিল। চলতি বছরের শুরুতে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতে নাম লেখান এ ব্রাজিলিয়ান ওইঙ্গার। লিভারপুলের দুর্দান্ত ফর্মটা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। বার্সার হয়ে অসাধারণ এক মৌসুম কাটিয়ে ব্রাজিলের জার্সিতে খেলতে এসেছেন রাশিয়া বিশ্বকাপে। শুরু থেকেই তাকে ঘিরে প্রত্যাশাটা অনেক বেশি ছিল ব্রাজিলিয়ানদের। প্রথম ম্যাচে সে প্রত্যাশা পূরণের পর শুক্রবার নিজের প্রতি আস্থার মূল্য দিয়েছেন তিনি। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ভালো খেলেও গোল পাচ্ছিল না ব্রাজিল। অবশেষে ম্যাচের (৯০+১)তম মিনিটে দারুণ এক শটে ব্রাজিলকে  গোল এনে দেন কুতিনহো। এর ৬ মিনিট পর নেইমার ব্রাজিলের হয়ে আরো একটি গোল করলেও মূলত কুতিনহোর গোলটিই কোস্টারিকার বিপক্ষে বারবার আক্রমণ করেও ব্যর্থ হওয়া ব্রাজিলিয়ানদের জয়ের মূল কারণ। তাই বলা যায়, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও ব্রাজিলিয়ানদের নায়ক কুতিনহো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App